বুধবার, ৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহাউদ্দিনে মৎস্য দপ্তরের উদ্দ্যোগে প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরন
বোরহাউদ্দিনে মৎস্য দপ্তরের উদ্দ্যোগে প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরন
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি: বোরহানউদ্দিন উপজেলা মৎস্য দপ্তরের উদ্দ্যোগে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় কার্প নাসারী প্রদর্শনী ২ টি, কার্প মিশ্র চাষ প্রদর্শনী ২ টি, মনোসেক্স তেলাপিয়া প্রদর্শনী ১ টি, পাঙ্গাস কার্প মিশ্রচাষ ১ টি, গলদাকার্প মিশ্রচাষ১ টি, সিবিজিকার্প মিশ্রচাষ ১ টি, মোট ৮টি প্রদশনী পুকুরে উপকরন বিতরন করেন। বুধবার উপজেলা চত্তরে সকাল ১০ টার সময় বোরহানউদ্দিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ, এফ, এম, নাজমুস সালেহীন নির্বাচিত মৎস্য চাষীদের মাঝে চুন, খৈল ,সার, পিলেটখাবার ও সাইনবোর্ড বিতরন করেন।