শনিবার, ১ জুলাই ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল দশম শ্রেনীর ছাত্রী
বোরহানউদ্দিনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল দশম শ্রেনীর ছাত্রী
লালমোহন বিডিনিউজ ,বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে প্রেমের জের দশম শ্রেনীর ছাত্রী রেহানা বেগম (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি মোল্লার হাট বিকেএম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। নিহত রেহানা বেগম ছায়েব আলী ফয়রাজী বাড়ির আবুল কালামের মেয়ে। বৃহস্পতীবার নিহতের নিজ ঘড়ে অনুমানিক বিকাল ৫ টার সময় এই ঘটনা ঘটে । পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
তথ্যসুত্রে জানা যায়, পাশের বাড়ির মৃত আলমগীরের ছেলে মোঃ রাকিবের সাথে ৩ বছর ধরে রেহানার প্রেমের সম্পর্ক্য, ঘটনার দিন বিকালে বাড়ির পাশে রাকিব ও রেহানার কথা বলার সময় ছেলের মা শাহিদা ছেলের দাদা ছিডু রেহানা ও তার মাকে মারধোর করার চেষ্ঠা চালায়। এমন ঘটনায় মেয়ে তার নিজের ঘড়ে পেছনের বারান্ধায় কাঠের রুয়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
নিহত রেহানার মা বলেন, আমার মেয়ে ও রাকিবের সাথে দীর্ঘ তিন বছর ধরে প্রেমের সম্পর্ক্য চলছিল। ঘটনার আগে আমার মেয়েকে রাকিব ফোন করে ডেকে আখ ক্ষেতের পাশে নিয়ে যায়, দশ থেকে বিশ মিনিট পরে রাকিবের দাদা ছিডু ও রাকিবের মা এসে আমার মেয়েকে হুমকি দামকি দিয়ে মারধোর করার চেষ্টা চালায়। এসময় আমার বাড়িতে এসে আমাকে হামলা করার চেষ্ঠা করে। এই ঘটনার পরে আমার মেয়ে রেহানা আত্মহত্যা করে।
মেয়ের বাবা আবু কালাম বলেন, আমি এর সঠিক বিচার চাই।
এই ব্যাপারে রাকিব ও তার পরিবারের সাথে যোগাযোগ করতে চাইলে কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে এলাকার একাধিক লোক জানায়, ঘটনার পর থেকেই রাকিব ও তার মা পালাতক আছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিম কুমার শিকদার বলেন, প্রাথমিক ভাবে শুনেছি, প্রেম ঘটিত ঘটনার জের ধরে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।