বৃহস্পতিবার, ২৯ জুন ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | দৌলতখান | শিরোনাম | সর্বশেষ » দৌলতখানে শুভেচ্ছা জানাতে গিয়ে গ্রেফতার হল যুবক !
দৌলতখানে শুভেচ্ছা জানাতে গিয়ে গ্রেফতার হল যুবক !
লালমোহন বিডিনিউজ: ভোলা দৌলতখানে পবিত্র ঈদূল ফিতরের শুভেচ্ছার পোষ্টার লাগানোর অপরাধে আমজাদ নামের একজন কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার চর খলিফা ৯ নং ওয়ার্ড থেকে আমজাদ কে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন ও দৌলতখান বাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানানোর জন্য মরহুম নাজিউর রহমান মনজুর ছেলে ড.আশিকুর রহমান শান্ত’র ছবিসহ পোস্টার লাগায় আমজাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় এর ছবি সম্বলিত সেই পোষ্টার লাগানোর কারনে পুলিশ তাকে আটক করেছে বলে অভিযোগ করেন আমজাদের পরিবার।
পরবর্তীতে ২৪ জুন দৌলতখান চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান এর সাথে উপজেলা নিবার্হী কর্মকর্তার দস্তাদস্তি মামলার আসামী দেখিয়ে আমজাদকে র্কোটে চালান করে পুলিশ।
vs/ss