মঙ্গলবার, ২৭ জুন ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » সাংবাদিক লিটন বাশারের মৃত্যূতে লালমোহন বিডিনিউজ সম্পাদকের শোক ।
সাংবাদিক লিটন বাশারের মৃত্যূতে লালমোহন বিডিনিউজ সম্পাদকের শোক ।
বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশাল প্রতিদিন এর সম্পাদক, বরিশাল প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি ও দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান লিটন বাশার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন । (ইন্নালিল্লাহে ও ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার সকালে তার নিজ এলাকা চরমোনাই এর ভুখাই নগরে তিনি মৃত্যূবরণ করেন ।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, লিটন বাশার অসুস্থ হলে তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। পরবর্তীতে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লিটন বাশার চরমোনাই ভুখাই নগরের নিজ বাড়িতে ঈদ করতে গিয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। মৃত্যূকালে তিনি তার এক পুত্র ও স্ত্রী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ জোহর বরিশাল সদর বাইতুল মোকারম মসজিদের সামনে ও পরে চরমোনাই এলাকার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক লিটন বাশারের অকাল মৃত্যূতে লালমোহন বিডিনিউজ সম্পাদক মো: মিজানুর রহমান গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ।
ss