শুক্রবার, ২৩ জুন ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জের হামলায় আহত ৩
বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জের হামলায় আহত ৩
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জের, হামলায় তিন জন আহত হয়েছে। বৃস্পতিবার দুপুর ২ টায় এই ঘটনা ঘটে। তথ্যসুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরধরে দালাল বাড়ীর মনজু ও তার স্ত্রী তৈয়বা বেগম , ভেন চালক অহিদকে পিটিয়ে আহত করে একই বাড়ীর নিরব দালাল, মিলন মাঝি, শফিক দালাল, রিয়াজ, আবু ছালাম, ইব্রাহিম, ইসলাম, ফোরকান, নকিব, সাহিন, সাকিল, হামলা চালিয়ে গুরুতর আহত করে। আহদেরকে স্থানীয় লোক উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে। আহত মনজুর মা কুলসুম বেগম বলেন, আমার বড় ছেলে মিলন মাঝি সহ ১৫ জন লোক আমার ছোট ছেলে মনজু ও পত্রবধু তৈয়বা বেগম ভেন চালক অহিদকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত তৈয়বা বেগম জানান, হামলা কারীরা আমাকে পিটিয়ে আমার কনের ৬ আনা স্বর্ণের কলেজ রিং ও গলায় থাকা ৮ আনা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় । হামলাকারী নিরব দালাল জানান, ভেন চালক অহিদের সাথে আমার পূর্ব শত্রুতা ছিল বিধায় আমি অহিদকে তিনটি থাপ্পর দিলে মনজু ও তার স্ত্রী তৈয়বা বেগম ছাড়াতে এলে আমাদের ধাক্কা খেয়ে খেজুর গাছের গোড়ায় পরে এসময় তারা হালকা আহত হয় । এ ঘটনায় মনজু বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন।