শুক্রবার, ১৬ জুন ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » রোজার মধ্যেও বিদ্যূৎ বিভ্রাটে অতিষ্ঠ চরফ্যাশনবাসী
রোজার মধ্যেও বিদ্যূৎ বিভ্রাটে অতিষ্ঠ চরফ্যাশনবাসী
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি :রোজার প্রথম দিন থেকেই বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে উঠেছে চরফ্যাশন উপজেলাবাসী। সামান্য বাতাসে, বৈদ্যুতিক তারে পাখি পড়ে, গাছের ডালপালা লেগে, এমনকি মেঘ দেখলেই চলে যাচ্ছে বিদ্যুৎ।
এমনি নানা রকম বিদ্যুৎ বিভ্রাটের কবলে পরছেন গোটা উপজেলাবাসী। ২৪ ঘণ্টায় অন্তত ১৫ থেকে ২০ বার বিদ্যুৎ বিভ্রাটের কবলে পরে চরম অতিষ্ঠ হয়ে উঠেছেন চরফ্যাশনের বিদ্যুৎ গ্রাহকরা। তাই পল্লী বিদ্যুৎ সমিতির উপর ক্ষুদ্ধ হয়ে উঠছেন উপজেলাবাসী।
বিশেষ করে মাগরিব, তারাবীহ এবং সাহরীর সময় বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় চরম ক্ষোভের সৃষ্টি করছে চরফ্যাশন উপজেলাবাসীকে। বৃহস্পতিবার(১৫জুন) সকাল থেকে যেন বিনা মেঘেই বজ্রপাত পরে বিদুৎ বিভাগের উপর।আচমকাই বিদ্যুৎ চলে যায় উপজেলাসদর,শশীভূষণ থানাসদরসহ বিভিন্ন এলাকা থেকে।
সেই থেকে ১৬জুন দুপুর সাড়ে ১২টা এ রিপোর্ট লেখা পযর্ন্ত এখনো চরফ্যাশনে বিদ্যুতের দেখা মেলেনি। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, জাতীয় গ্রীড লাইনে ত্রুটি হওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে উপজেলাবাসীকে অপেক্ষা করতে হবে।