মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন মিডিয়া ক্লাবের বিশেষ সম্মেলন অনুষ্ঠিত ॥ রিপন শান সভাপতি, ফয়েজ ফ্যাশন সম্পাদক।
লালমোহন মিডিয়া ক্লাবের বিশেষ সম্মেলন অনুষ্ঠিত ॥ রিপন শান সভাপতি, ফয়েজ ফ্যাশন সম্পাদক।
লালমোহন বিডিনিউজ ,রিপন শান, লালমোহন : “গণমাধ্যম জীবনের আয়না, সংবাদকর্মী জাতির বিবেক”- এই আদর্শকে ধারন করে দেশ ও মানুষের জন্য সোচ্চার প্রগতিশীল সংবাদকর্মীদের সংগঠন লালমোহন মিডিয়া ক্লাবের বিশেষ সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ই জুন সোমবার বিকেল ৪টায় লালমোহন পৌর শহরের সদর রোডস্থ মিয়া প্লাজার ৩য় তলায় লালমোহন মিডিয়া ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই বিশেষ সম্মেলন। মিডিয়া ক্লাব সভাপতি কবি প্রভাষক রিপন শানের সভাপতিত্বে এতে মূল্যবান বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি ফয়েজ ফ্যাশন, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম খালেক, যুগ্ম সম্পাদক আঃ রহমান নোমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ঝন্টু, অর্থ সম্পাদক জসিম মাতাব্বর, অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক নুরুল আমিন, সিনিয়র নির্বাহী সদস্য আরিফুর রহমান জুয়েল, সংস্কৃতি কর্মী শাহাবুদ্দিন মিয়া, প্রভাষক মিরাজ হোসেন, প্রভাষক মোঃ ইব্রাহিম, মানবাধিকার কর্মী জাকির হোসেন জুয়েল, ক্লাব সদস্য ও দৈনিক বরিশাল বার্তার লালমোহন প্রতিনিধি শংকর মজুমদার প্রমুখ। বিশেষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে দৈনিক বাংলাদেশ বাণীর লালমোহন প্রতিনিধি ও ভোলার কন্ঠের বিশেষ প্রতিনিধি কবি রিপন শানকে সভাপতি, দৈনিক আজকালের লালমোহন প্রতিনিধি ফয়েজ ফ্যাশনকে সাধারণ সম্পাদক, মাসিক নতুন আলোর লালমোহন প্রতিনিধি শহিদুল ইসলাম ঝন্টু পঞ্চায়েতকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ২০১৭-২০১৮ পুনর্গঠিত হয়। পুনর্গঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সিঃ সহ-সভাপতি প্রভাষক বাশার ইবনে মমিন (ডেইলী নিউ ন্যাশন), সহ-সভাপতি তারেকুল ইসলাম খালেক (দ্বীপাঞ্চল সংবাদ, দেশসংবাদ ডটকম), যুগ্ম সম্পাদক আঃ রহমান নোমান (আজকের বরিশাল), অর্থ সম্পাদক জসিম মাতাব্বর (আমাদের বরিশাল), দপ্তর সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মলিন (ভোলা টাইমস), সিনিয়র নির্বাহী সদস্য আরিফুর রহমান জুয়েল (ক্রাইমপেট্রোল বিডি), নির্বাহী সদস্য মুশফিক বাবু (আমাদের তথ্য) ও মোঃ নুরুল আমিন (আজকের ভোলা)। বিশেষ সম্মেলনে লালমোহন মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রভাষক রিপন শান বলেন, সুস্থ্য জাতি গঠনে এবং দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে মিডিয়াকর্মীদের ভূমিকা অগ্রগন্য। বলা হয়ে থাকে গণমাধ্যম হচ্ছে একটি রাষ্ট্রের দ্বিতীয় সরকার। কাজেই রাষ্ট্রের শ্রী বৃদ্ধিতে প্রগাঢ় দায়িত্বশীলতা ও গভীর দেশপ্রেমের সাথে সংবাদকর্মীদের সংবাদ প্রেরণ করতে হবে। ইতোমধ্যেই লালমোহনের সামাজিক সাংস্কৃতিক গণমুখী ও প্রতিবাদী কার্যক্রমে মিডিয়া ক্লাব তার উজ্জল অবস্থান নিশ্চিত করেছে। আমি আশা করি নতুন কমিটি আগামী দিনের লালমোহন তথা দ্বীপজেলা তথা পুরো বাংলাদেশকে নতুন নতুন মানবিক কার্যক্রম উপহার দিয়ে এগিয়ে যাবে।