বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে তিথি হত্যার প্রধান আসামী স্বামী রুবেল ৫ দিনের রিমান্ডে
লালমোহনে তিথি হত্যার প্রধান আসামী স্বামী রুবেল ৫ দিনের রিমান্ডে
লালমোহনে আলোচিত তিথি হত্যার প্রধান আসামী তার স্বামী রুবেলের ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে । গতকাল ভোলার জুডিশিয়াল ম্যাজিষ্ট্যেট হুমায়ন কবিরের আদালতে মামলার আইও এস আই জামাল উদ্দিন মামলা প্রধান আসামী রুবেলের ১০ দিনের পুলিশ রিমান্ড চাইলে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। এব্যাপারে মামলার আইও এস আই জামাল উদ্দিন বলেন, আমি আদালতে রুবেলের ১০ দিনের রিমান্ড চাই । শুনানী শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
উল্যেখ যে গত বৃহস্পতিবার রাতে লালমোহন উত্তর বাজার এলাকায় নিজ বাসায় মটর সাইকেল যৌতুকের দাবীতে লালমোহন মহিলা কলেজের মেধাবী ছাত্রী মাহমুদা মেহেরে তিথিকে পিটিয়ে হত্যা করে তার স্বামী মেহেদেী হাসান রুবেল । ঘটনায় পরদিন শুক্রবার তিথির পিতা কামাল মাষ্টার বাদী হয়ে রুবেলকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্বে হত্যা মামলা করে।