বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » আগামী নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে —- ভোলায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল
আগামী নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে —- ভোলায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল
লালমোহন বিডিনিউজ ,জুয়েল সাহা / বিকাশ ভোলা : তোফায়েল আহমেদ বলেন, আগামী নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে কারণ তখন তিনি অন্তর্বতীকালীণ সরকারের প্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনা করবেন। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। ওই নির্বাচন হবে অবাদ এবং নিরপেক্ষ। বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে এক সমাবেশে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া প্রতিদিন ইফতার পার্টি করেন এবং আওয়ামী লীগকে গালি গালাজ করেন। ইফতারে সাধারণত দোয়া কালাম করা হয় এবং আল্লাহর কাছে ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করা হয়। অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নেয়া হয়।
এ সময় তিনি আরও বলেন, ভোলা জেলায় নদী ভাঙন রোধে দেড় হাজার কোটি টাকার বেশি বরাদ্দ এসেছে। বিএনপির আমলেও টাকা এসেছিল। কিন্তু ওই টাকা তারা তখন লুটপাট করেছে। ভোলাকে বরিশালের সাথে যুক্ত করতে তেতুলিয়া নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করা হবে। ওই ব্রিজের ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে। ইতোমধ্যে চীনের একটি কোম্পানী ব্রিজটি নির্মাণের জন্য আগ্রহ প্রকাশ করেছে।
তোফায়েল আহমেদ বলেন, পদ্মাব্রিজ, পায়রা বন্দরসহ বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আওয়ামী লীগকে আবারও জনগণ ক্ষমতায় আনবে। এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ ও বন উপ মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ ছাড়াও মন্ত্রী ভোলার ইলিশায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্ধোধন করেন।