মঙ্গলবার, ৬ জুন ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের আলোচিত ঘাতক রুবেলের জামিন না মঞ্জুর
লালমোহনের আলোচিত ঘাতক রুবেলের জামিন না মঞ্জুর
লালমোহন বিডিনিউজ , ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনের আলোচিত মহিলা কলেজের ছাত্রী অন্তঃসত্ত্বা গৃহবধূ মাহমুদা মেহের তিথি হত্যাকারী প্রধান আসামী ঘাতক স্বামী সদ্য বহিষ্কৃত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রুবেলের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে লালমোহন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে অন্তঃসত্ত্বা গৃহবধূ মাহমুদা মেহের তিথি হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধন করেন।
২ জুন রাতে লালমোহন পৌর শহরের ৬নং ওয়ার্ডের উত্তরবাজার পারিবারিক কলহের জের ধরে সদ্য বহিষ্কৃত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রুবেল তার ৪ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মাহমুদা মেহের তিথিকে নির্যাতন করে হত্যা করেন বলে অভিযোগ উঠে। নিহতের লাশ হাসপাতালে রেখে স্বামীসহ শশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে নিহতের পিতা কামাল হোসেন বাদী হয়ে তিথির স্বামী ছাত্রলীগ নেতা রুবেলসহ ৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।