মঙ্গলবার, ৬ জুন ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে তিথি হত্যার প্রতিবাদে মানববন্ধন
লালমোহনে তিথি হত্যার প্রতিবাদে মানববন্ধন
লালমোহন বিডিনিউজ:ভোলার লালমোহনে মাহমুদা মেহের তিথির হত্যাকারী স্বামী রুবেলের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে লালমোহন মিডিয়া ক্লাব ,লালমোহন প্রাথমিক শিক্ষক সমিতি ,তোলপার কৃষ্টি সংসার ,অঙ্গিকার নাট্যমী,হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেসন,লালমোহন বুদ্বি প্রতিবন্ধিও অটিস্টিক স্কুল । লালমোহন মিডিয়া ক্লাবের আয়োজনে মঙ্গলবার ৬ই জুন সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত লালমোহন চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় লালমোহন উপজেলার বিভিন্ন পেশার মানুষ এ কর্মসুচীতে অংশ নেন। এছাড়াও লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন রুবেলের গ্রেফতারের দাবীর সাথে একাত্বতা প্রকাশ করে মানববন্ধনে বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা মাহমুদা মেহের তিথির হত্যাকারী স্বামী রুবেলকে দ্রত আটক করে তার ফাসির দাবি জানান । বক্তারা আরো বলেন, আইনের ফাঁকফোকর দিয়ে আসামীরা যেন পার পেয়ে যেতে না পারে সে ব্যাপারে পুলিশের উধর্ধতন কর্মকর্তাদের বিশেষ নজর দেওয়ার আহবান জানান ।