সোমবার, ৫ জুন ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে অসহায় দ্বীপ্তির দাবী পুরন করতে পারবে কি উপজেলা নির্বাহী অফিসার ?
লালমোহনে অসহায় দ্বীপ্তির দাবী পুরন করতে পারবে কি উপজেলা নির্বাহী অফিসার ?
লালমোহন বিডিনিউজ, মিজানুর রহমান লিপু: লালমোহনে সু-শাসনের স্বার্থে দ্বীপ্তির অধিকার প্রতিষ্ঠিত করাই ছিল প্রশাসনের প্রধান কাজ। অথচ কি ? । কালিপদ বাবুর ছেলে যদি দ্বীপ্তীকে বিয়ে করে গর্ভে সন্তান দিতে পারে তাহলে দ্বীপ্তি কালিপদের পুত্রবধু হতে পারবেনা কেন ? লালমোহনের সৎ ও নিষ্ঠাবান উপজেলা নির্বাহী অফিসার কি পারবেন উজ্জলকে উপস্থিত করে সত্যকে প্রতিষ্ঠিত করতে ? উপজেলা নির্বাহী অফিসার সামছুল অারিফের উপর লালমোহনের মানুষের যে অাস্থা তৈরি হয়েছে এর সঠিক বিচার না হলে সামান্য হলেও মানুষের মনে তার প্রতি অাস্থা নষ্ট হওয়ার সম্বাভনা রয়েছে । অন্যান্য অফিসারদের থেকে তাকে অালাদা করে যেভাবে লালমোহনের মানুষ চিন্তা করত তা হয়ত থাকবেনা। অন্যায়ের কাছে নতি স্বীকার না করে দ্বীপ্তি রানীর অভিযোগ সত্যি হলে উজ্জল তাকে বউ হিসেবে ঘরে তুলে নিবে এবং কালিপদ বাবু তাকে পু্ত্রবধুুর স্বীকৃতি দিতে হবে । একটি সঠিক সিদ্ধান্ত নিতে উপজেলা নির্বাহী অফিসার ও লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি অনুরোধ জানিয়েছেন লালমোহনের নাগরিক সমাজ। এ ঘটনার সঠিক ও স্বচ্ছ বিচার না হলে শত শত উজ্জল লালমোহনে জন্ম নিতে পারে ।অার বাবা হিসেবে সুদখোর কালিপদের মত দায়িত্ব পালন করে পুত্রকে অপকর্মের প্রশ্রয় দিবে।এখন প্রশ্ন তাহলে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার যে দায়িত্ব নিয়ে দ্বিপ্তিকে নিজ হেফাজতে নিয়েছেন এভাবেই তিনি দ্বিপ্তির ন্যায্য দাবী পুরন করতে পারবেন কি ? যাতে দ্বিতীয় বারের মতো এমন উজ্জল লালমোহনে সৃষ্টি হতে না পারে ।