সোমবার, ৫ জুন ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কুকুরের কামড়ের আতংকে এলাকাবাসী ॥ দুই ছাত্র ও একাধিক ব্যক্তি সহ অর্ধশতাধিক গরু-ছাগল আহত
লালমোহনে কুকুরের কামড়ের আতংকে এলাকাবাসী ॥ দুই ছাত্র ও একাধিক ব্যক্তি সহ অর্ধশতাধিক গরু-ছাগল আহত
লালমোহন বিডিনিউজ, এম আর পারভেজ : ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জের আজাহার রোড এলাকায় দুই স্কুল,মাদ্রাসার ছাত্র সহ অর্ধশতাধিক গরু-ছাগলকে পাগলা কুকুরের কামড়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে । সরোজমিনে জানা যায় , গত রবিবার সন্ধায় উত্তর পূর্ব চরউমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র মোঃ আরমান(১২) এবং পূর্ব চরউমেদ এ,ডি মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্র মোঃ ছাইফুল ইসলামকে(১৪) সহ একাধিক ব্যাক্তিকে মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পথে কুকুরে উপর্যুপরি কামড়িয়ে মারাত্বক ভাবে আহত করার খবর পাওয়া গেছে। তাদেরকে লালমোহন ও চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্্র এ চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ইউনিয়নের মাহমুদল হকের গাভি,কাঞ্চনের গাভি, রফিকের ষাড় ,খালেক , আনিছল হক ও আজহারের গরু সহ অর্ধশতাধিক ছাগলকে কামড়িয়ে আহত করে। গোটা এলাকার মানুষ এখন কুকুর আতংকে । এ ব্যপারে লালমোহন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সন্তোস কুমাড় সরকার জানান , সরকারি ভাবে কোনো ভ্যাকসিন চাপলাই না থাকার কারনে কুকুর এবং সাপের কামরের রোগিদের চিকিৎসা দেওয়া যাচ্ছেনা উপজেলা হাসপাতালগুলোতে । এলাকাবাসী ও সচেতন মহলের দাবি কর্তৃপক্ষ যেন উপজেলার সকল এলাকার কুকুর নিধনের ব্যবস্থা করেন, এবং উপজেলার সকল স¦াস্থ্য কমপ্লেক্রে জরুরি ভিত্তিতে ভ্যাকসিনের ব্যবস্থা করেন।