বুধবার, ৩১ মে ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কালিপদের পুত্রবধুর স্বীকৃতি না পাওয়া দ্বীপ্তি এখন নিরাপত্তাহীনতায় ভূগছেন!
লালমোহনে কালিপদের পুত্রবধুর স্বীকৃতি না পাওয়া দ্বীপ্তি এখন নিরাপত্তাহীনতায় ভূগছেন!
লালমোহন বিডিনিউজ,মিজানুর রহমান লিপু : লালমোহনে কালিপদের পুত্রবধুর স্বীকৃতি না পাওয়া দ্বীপ্তি এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী দ্বীপ্তি ।
লালমোহনের এককালের সুদের ব্যাবসায়ী কালিপদের পুত্র উজ্জল বারবার অপকর্ম করে ও অর্থের দম্ভে পার পেয়ে যাচ্ছেন। বাবা কালিপদ পুত্রকে বাঁচাতে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে বেড়ালে ও মুলত সে পুত্র উজ্জলের সাথে গোপনে যোগাযোগ করে তাকে অবৈধ কাজে উৎসাহিত করছেন। প্রায় ৩/৪ বছর পূর্বে উজ্জল তপতী রানীর সাথে কোট ম্যারিজের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর উজ্জল ও তার বাবা কালিপদ ষড়যন্ত্র করে ব্যাপক অর্থের বিনিময়ে সে বিয়ে ভেঙ্গে দেয়। গত দেড় বছর পুর্বে উজ্জল আবার ঢাকার গাজিপুরে গার্মেন্টস কর্মী দ্বীপ্তি রানী দাস নামে এক মেয়েকে সেখানকার শিব মন্দিরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করেন। প্রতারক উজ্জল নতুন বিয়ের স্বাদ অনুভব করতে বারবার বিয়ে করে বেরাচ্ছেন । বিষয়টি বুঝতে পারে দ্বীপ্তি। এক বছরের সংসার জীবনে উজ্জল দ্বীপ্তির গর্ভের ৪ মাসের প্রথম সন্তান নষ্ট করে দেয়। বর্তমানে আবার দ্বীপ্তি দেড় মাসের সন্তান সম্ভবা হলে পূর্বের মত সন্তান নষ্ট করতে দিশেহারা হয়ে পড়ে উজ্জল। দ্বীপ্তি প্রতারনা বুঝতে পেরে স্বামীর (উজ্জলের) বাড়ী লালমোহনে এসে হাজির হলে পূর্বের মত পুত্রবধুর স্বীকৃতি না দিয়ে শশুর কালিপদ দ্বীপ্তির বিরুদ্ধে ষড়যন্ত্র পাঁকাতে থাকে। বিভিন্ন ম্যানেজ প্রক্রিয়ার মাধ্যমে পুত্রবধূকে বিতাড়িত করতে কালিপদ বাবু উঠেপরে লেগেছেন বলে অভিযোগ করেন দ্বীপ্তি ।
ভূক্তভোগী দ্বীপ্তি আরো বলেন, আমি বর্তমানে জীবনের নিরাপত্তা নিয়ে সংকিত। আমাকে বিভিন্ন লোকজন দিয়ে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন উজ্জলের বাবা কালিপদ। আমাকে উজ্জলের জীবন থেকে সরে যাওয়ার জন্য বিভিন্ন ভাবে অর্থের প্রলোভন দিয়ে যাচ্ছেন। আমার শশুর কালিপদ তার ছেলে উজ্জলের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রেখে আমাকে ও আমার সন্তানকে তাদের পথ থেকে সরে যেতে প্রানপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমার সাথে উজ্জলের যোগাযোগের সকল পথ বন্ধ করে তারা বাপ-বেটা সর্বদা আমার বিরুদ্বে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দ্বীপ্তি প্রতিবেদককে আরো বলেন,আমার ও আমার গর্ভের সন্তানের জীবনের যে কোন দূর্ঘটনার জন্য উজ্জল ও তার বাবা কালিপদ দায়ী থাকবেন। এব্যাপারে কালিপদ ও তার ছেলে উজ্জলের সাথে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করে ও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।