সোমবার, ২৯ মে ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে উপকূল থেকে মানুষকে নিরাপদে সরিয়ে আনতে প্রস্তুত ট্রলার
চরফ্যাসনে উপকূল থেকে মানুষকে নিরাপদে সরিয়ে আনতে প্রস্তুত ট্রলার
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন প্রতিনিধি : ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মোরা’র সম্ভাব্য আঘাতকে সামনে রেখে চরফ্যাশনের দূরবর্তী চরাঞ্চলগুলোতে আতংক বিরাজ করছে। সোববার সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হলেও বাতান নেই। প্রকৃতি যেন যেন স্তব্দ হয়ে আছে। দিনভর বাতাসের কোন আলামত দেখা যায়নি। প্রকৃতির এমন নিস্তব্দতাকে বড় ঝড়ের পূর্বাভাস বলছেন বয়োবৃদ্ধরা।
এদিকে ঘূর্ণিঝড় মোরা মোকাবেলায় সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন। এছাড়াও ১৯ টি ইউনিয়নের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটিও জরুরী সভা করেছে।
সম্ভাব্য যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিস্তর প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান, উপজেলা সহকারি পরিচালক ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর প্রধান মো. মোকাম্মেল হক। ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সামনে রেখে উপজেলার দূরবর্তী ঢালচর, কুকরী এবং মুজিব নগর ইউনিয়নসহ বিচ্ছিন্ন চরাঞ্চল চর হাসিনা, চর হাসান এবং চর পাতিলার লাক্ষাধিক মানুষকে নিরাপদে সরিয়ে আনতে কয়েকশ’ ট্রলার পস্ত্রুত রাখা হয়েছে।
প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন প্রস্তুতি কর্মসূচীর আড়াই হাজার স্বেচ্ছাসেবক এবং একাধিক মেডিকেল টিম গঠন করা হয়েছে। নদী-সাগর থেকে আগেই মাছধরা ট্রলার নিয়ে জেলেরা ঘাটে আশ্রয় নিয়েছে। ইতিমধ্যেই খুলে দেয়া হয়েছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রসহ স্কুল কাম আশ্রয় কেন্দ্রগুলো। দূর্যোগকালে আশ্রয় কেন্দ্রগুলোতে জরুরী খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করতে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ৩০ মন চিরা এবং ৪০ মন গুড় মজুদ করা হয়েছে। এছাড়া ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিও অনুারুপ মজুদ গড়ে তুলেছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
দূর্যোগ মোকাবেলায় কাজ করার জন্য উপজেলা প্রশাসনের ১৯ জন কর্মকর্তাকে ইউনিয়নের চেয়াম্যানগণের সহায়ক হিসেবে কাজের দায়িত্ব দেয়া হয়েছে। জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে প্রত্যন্ত এলাকাগুলোতে স্বেচ্ছাসেবকরা মাইকিং করছেন। দূরবর্তী ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম এবং কুকরী মুকরী ইউনিয়নের চেয়ারম্যান হাসেম মহাজন জানান, স্থানীয় ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির স্বেচ্ছাসেবকদের পাশাপাশি ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনগণকে আশ্রয়কেন্দ্রেযেতে মাইকিং করা হচ্ছে।