মঙ্গলবার, ২৩ মে ২০১৭
প্রথম পাতা » শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » শশীভূষণে বিএনপি নেতার মায়ের মৃত্যু, নাজিম উদ্দিন আলমের শোক
শশীভূষণে বিএনপি নেতার মায়ের মৃত্যু, নাজিম উদ্দিন আলমের শোক
লালমোহন বিডিনিউজ ,কামরুজ্জমান শাহীন,চরফ্যাসন: চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের বিএনপি’র সভাপতি আঃ শহিদ মিয়ার মাতা সালেহা বেগম (৮৫) বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরন করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
সোমবার(২২মে) রাত সোয়া ৮টার চরফ্যাশন পৌর ৫নং ওয়ার্ডস্থ ছোট মেয়ের বাসায় সে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে সে ৩ ছেলে, ২ কন্যা সন্তানসহ অশংখ্য গুনগ্রহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চরফ্যাসন-মনপুরার সাবেক সংসদ সদস্য আলহাজ¦ নাজিম উদ্দিন আলম। এছারা তিনি এক শোক বার্তায় মরহুমার আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মঙ্গলবার (২৩মে) সকাল ৯ঘটিকায় সময় জাহানপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ নিজ বাসভবন এলাকার মসজিদের মাঠে মরহুমার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।