রবিবার, ২১ মে ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ভোলার বোরহানউদ্দিন থানার ওসি অসিম কুমার সিকদার টানা ৪বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
ভোলার বোরহানউদ্দিন থানার ওসি অসিম কুমার সিকদার টানা ৪বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
লালমোহন বিডিনিউজ ,এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন : এবার একটানা ৪র্থ বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুিলশ সুপার এর কাছ থেকে পুরস্কার পেলেন বোরহানউদ্দিন থানার ওসি অসিম কুমার সিকদার (ভারপ্রাপ্ত) ।
রোববার (৫ই মে)সকালে জেলা পুিলশ লাইনে অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যান সভায় থানা পুলিশের সেবামূলক র্কমকান্ড, মাদক উদ্ধার, ভন্ড জ্বীন আটক, সন্ত্রাস -অপরাধ নিয়ন্ত্রনে গুরুত্বর্পূন ভূমিকা রাখা এবং ওয়ারেন্ট তামিল করার জন্য জেলা পুলিশ সুপার প্িরতমাসেই এই ধরনের মাসিক কল্যান সভার আয়োজন করেন এবং পুলিশের কাজে উৎসাহ দিতে এই ধরনের পদক প্রদান করে থাকেন ।
এই অনুষ্ঠানে ভোলা জেলা পুলিশ সুপার মোক্তার আহমদে ছাড়াও পুলিশের লালমোহনের সার্কেল ও ভোলা সদর সার্কেল ও সকল থানার ওসিগনসহ পুুলিশের বিভিন্ন অফিসারগন ।
উল্লেখ্য যে, বোরহানউদ্দনিন থানার ওসি অসিম কুমার সিকদার জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ২০১৭ সালের জানুয়ারী, ফেব্রুয়ারী, র্মাচ মাসেও পুলিশ সুপারের হাত থেকে এ পদক গ্রহন করেন ।