শনিবার, ২০ মে ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ভূয়া জ্বীনের বাদশা ইব্রাহীম গ্রেপ্তার
বোরহানউদ্দিনে ভূয়া জ্বীনের বাদশা ইব্রাহীম গ্রেপ্তার
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকা থেকে ভূয়া জ্বীনের বাদশা ইব্রাহীম (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ মে বৃহস্পতিবার রাতে বোরহানউদ্দিন থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার কুঞ্জেরহাট এলাকার কাচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মালেক হুজুরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানা নিয়ে আসে। এ সময় তার কাছে নিজের হাতে মাটির তৈরি বেশ কিছু তাবিজ, জার্মান কালি,চাউল,সেন্ড,শিধুর এবং একটি লাঠি পাওয়া যায়।
সরেজমিনে গিয়ে জানাযায়, হাফেজ ইব্রাহীম দীর্ঘদিন ধরে তার বাসার ভিতরে ছোট একটি রুম তৈরি করে চার পাশে কালো কাপড় দিয়ে ঢেকে রাখে। গ্রামের সহজ সহল লোকজন তার কাছে চিকিৎসা নিতে আসলে সে তার অন্ধকার রুমটিতে এনে প্রথমে রোগির মোবাইল ফোনটি বন্ধ করে দেয়। পরে নাকের ভিতর কাপড় দিয়ে জ্বীনের মত করে কথা বলে লাঠি দিয়ে টিনের বেড়াতে আঘাত করে বলে আয় বাবা আয়,,,আমার আসনে বস, আমাকে দুটি কথা বলে যায়। এই বলে নিজেই বিকৃত ভাষায় কথা বলে রোগিদেরকে বুঝারো হয় তাবিজ করা হয়েছ। এখন এর কাটাছিড়া করতে হবে। এই বলে প্রতি রোগির কাছ ছয় হাজার থেকে আট হাজার টাকা হাতিয়ে নেয় এই ভুয়া জ্বীনের বাদশা হাফেজ ইব্রাহীম।
ইব্রাহীমের রয়েছে বিশাল এক ক্যাডার বাহিনী । যার কারনে কোন রোগি চিকিৎসা নিয়ে উপকার না পেয়ে টাকা ফেরত চাইতে এলে ঐ ক্যাডার বাহিনী দিয়ে রোগিদেরকে নানা ভাবে হয়রানি করা হয়।
তথ্য ও অনুসন্ধানে আরো জানাযায়, কয়েক বছর আগে হাফেজ ইব্রাহীম দর্জি কাজ করে তার সংসার চালতো। এর পর আদম ব্যবসায়, প্রায় এক বছর বিদেশে অবস্থান । দেশে এসে চট্রগ্রামে গিয়ে এই ভুয়া জ্বীনের প্রশিক্ষন নিয়ে এসে এই রমরমা ব্যবসায় চালিয়ে সে প্রথমে কর্তারহাট এলাকায় পরে একই এলাকার প্রবাশি জাহাঙ্গীরের স্ত্রী তিন সন্তানের জননীকে প্রেমের ফাদেঁ ফেলে বিয়ে করে বর্তমানে ঢাকায় ৩য় বিয়ে করে সেই স্ত্রীকে ফ্লাট বাসায় আলিশান কায়দায় রেখেছে ।
রোগি হালিমা, মর্জিনা ও খলিল জানান, আমরা মানুষের কাছে শুনেছি ওনার সাথে জ্বীন আছে। তাই চিকিৎসার জন্য আসছি। কোন উপকার পেয়েছে কিনা জানতে চাইলে তারা জানান এই প্রথম এসেছি।
এ দিকে ইব্রাহীমের আটকের খবর শুনে তার সহযোগিরা গা ঢাকা দিয়ে বিভিন্ন প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকেঁ ছাড়ানো জন্য।
এ ব্যাপারে ইউপি সদস্য আব্দুল গৌফুর চৌধুরী জানান, জ্বীন বাদশা কিনা জানিান তবে সে খনকারী করে এইটা জানি।
ইউপি চেয়ারম্যান আবদুর রব কাজি জানান,আসলে ইব্রাহীম একজন দর্জি এবং খনকারী করে । তবে জ্বীননের বাদশা কিনা তা আমার জানা নেই।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিম কুমার সিকদারূ জানান,ইব্রাহীমের বিরুদ্ধে মামলার প্রস্থতি চলছে ।
পুলিশ সুপার লালমোহন সার্কেল মোঃ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের কঠিন নজরদারিতে বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়নের ভুয়া জ্বীনের বাদশাদেরকে আইনের আওতায় আনা হবে এমনটাই প্রত্যাশা এলাকবাসির।