শনিবার, ২০ মে ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পলিট্রেকনিক্যাল কলেজ ছাত্র ও নবম শ্রেনীর ছাত্রী অপকর্ম করতে গিয়ে আটক।
লালমোহনে পলিট্রেকনিক্যাল কলেজ ছাত্র ও নবম শ্রেনীর ছাত্রী অপকর্ম করতে গিয়ে আটক।
লালমোহন বিডিনিউজ : লালমোহনে বোরহানউদ্দিন পলিট্রেকনিক্যাল কলেজের ২য় বর্ষের ছাত্র নবম শ্রেনীর ছাত্রীর সাথে অপকর্ম করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে। গত কাল ১৯মে শুত্রবার অনুমান রাত ১০ টার দিকে রমাগঞ্জ কালিরট্যাক বাজার সংলগ্ন নোয়খাইল্ল্যাগো বাড়িতে রমাগঞ্জ ৩ নং ওয়ার্ডের খোরশেদ সর্দার( মেম্বার) বাড়ীর ওমান প্রবাসী মোস্তফার ছেলে নোমান ও রুহুল আমিনের ৯ম শ্রেনী পড়ুয়া মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় এলাকার লোকজন আটক করে।
জানাযায়, নোমান ও ঐ মেয়ের প্রায় ১ বছর পর্যন্ত প্রেম ভালোবাসা চলে আসছিল। প্রেমের শেষ পরিনতি হিসেবে মেয়েদের বাড়ির রান্না ঘর থেকে আপত্তিকর অবস্থায় তাদেও পাওয়া যায়।
এব্যাপারে নোমান বলেন আমার সাথে তার সম্পর্ক চলছিল আজ তার সাথে দেখা করতে গিয়েছিলাম।
অন্যদিকে মেয়ে বলেন, নোমানের সাথে আমার ১ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সে অনেক রাতে আমাদের পিছনের পুকুর পাড়ে আমার সাথে দেখা করত। গত কয়েকদিন পর্যন্ত সে আমার সাথে দৈহিক সম্পর্ক করতে পিড়াপিড়ি করে। আমি তার কথা না শুনলে সে আমাকে বিয়ে করার কথা বলে। গতকাল সে আমাদের ফোনে আমার সাথে কথা বলে এবং আসার কথা বলে। রাত অনুমান ১০ টার দিকে আমাদের রান্না ঘরে আমরা একত্রিত হই। এসময় লোকজন টের পেয়ে আমাদেরকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে ও নোমানকে আটকিয়ে রাখে। রাত ১২ টার পর লালমোহন থানার অফিসার্স ইনচার্জ হুমায়ন কবির সহ পুলিশ গিয়ে মেয়ে ও ছেলে উভয়কে থানায় নিয়ে আসে।
খোজ নিয়ে জানাযায় ব্যাপক অর্থের বিনিময় মেয়ে ও ছেলে পক্ষ মিলমিশ হয়ে থানা থেকে চলে গেছে।
মেয়ের খালাও টাকা নেওয়ার কথা স্বীকার করেন।
এব্যাপারে লালমোহন থানার অফিসার্স ইনচার্জ হুমায়ন কবির বলেন, ছেলে ও মেয়ে উভয়কে তাদের অভিবাকদের হাতে তুলে দেওয়া হয়েছে।