ভোলায় পুলিশের অভিযানে ১০ জন আটক
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : ভোলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ উপজেলা থেকে ১০ জনকে আটক করেছে। এদের মধ্যে ভোলা সদর উপজেলা থেকে ২ জন, তজুমদ্দিন থেকে ১ জন, লালমাহন থেকে ২ জন ও চরফ্যাশন উপজেলা থেকে ৫ জনকে আটক করা হয়েছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ভোলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন তথ্যটি নিশ্চিত করে করে জানান, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।