শনিবার, ১৩ মে ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে ৫পিজ ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
চরফ্যাশনে ৫পিজ ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে ৫পিস সহ রহমতউল্র্যাহ(৩৫) নামের ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে চরফ্যাশন থানা পুলিশ শুক্রবার রাত চরফ্যাশন সদরের থানা রোডের মাথা থেকে ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়েছে।
চরফ্যাশন থানার উপ পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান,গ্রেফতারকৃত রহমত উল্ল্যাহ দ্বীর্ঘদিন যাবত মাদক ব্যাবসার সাথে জড়িত।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত চরফ্যাশন সদরের থানা রোডস্থ কুইন বেকারীর সামন থেকে মাদক বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়।আটককৃত রহমত পৌর সভা ৩নং ওয়ার্ডের মুছা ফরাজীর পুত্র।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু.এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয় এবং শনিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।