শুক্রবার, ১২ মে ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনের শশীভূষনে যুবদলের কমিটিতে ঢুকতে তৎপর নিস্ক্রীয় নেতারা
চরফ্যাশনের শশীভূষনে যুবদলের কমিটিতে ঢুকতে তৎপর নিস্ক্রীয় নেতারা
লালমোহন বিডিনিউজ ,নিজস্ব প্রতিনিধি : দলের দূসময় আন্দোলন,সংগ্রামে মাঠে লাপাত্তা কিছু নেতা বর্তমানে শশীভূষন থানা জাতীয়তাবাদী যুবদলের কমিটিতে ঢুকতে তৎপর হয়ে উঠছে।
জানা যায়, এসব লাপাত্তা নেতারা প্রায় কয়েক বছর যাবত দলের নেতা কর্মীদের সাথে কোন প্রকার যোগাযোগ রক্ষা করে নাই। কমিটি গঠনের কথা শুনে এসব নিষ্ক্রীয় নেতারা নতুন করে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে।
শশীভূষন থানা যুবদলের নেতা কর্মীরা জানান, নতুন কমিটি হবে এমন আলোচনায় বেশ কয়েক দিন ধরে এসব লাপাত্তা নেতারা ঢাকা ভোলায় দৌরঝাঁপ শুরু করে দিয়েছে।
জানা যায়, থানা, ইউনিয়ন,এমনকি ওয়ার্ডেও এসব লাপাত্তা ,স্বার্থপর সুসময়ের নেতাদের আনাগোনা বেড়েছে পদ প্রত্যাশীর জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নিজের পক্ষে প্রচারণায় নেমেছেন কেউ কেউ।
বিএনপির সিনিয়র নেতাদের বাসায় বাসায় গিয়ে ধরনা দিচ্ছেন কোনো কোনো এসব নেতা। এসব নিষ্ক্রীয় নানা ভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন কেউ কেউ। এছারা বিভিন্ন অঙ্গসংগঠনের পদপ্রত্যাশীরাও দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন। এখনই সময় দলে এসব সুবিধাবাদী নেতাদের চিহ্নিত করার।
চরফ্যাশন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া এসব লাপাত্তা নিষ্ক্রীয় নেতাদের ব্যাপারে বলেন, সবাইকে নিয়ে আগামী নির্বাচনে কাজ করতে হবে। তবে তারা গুরুত্বপূর্ন দায়িত্ব পাবেন না।
এদিকে চরফ্যাশন মনপুরার সাবেক সংসদ সদস্য আলহাজ¦ নাজিম উদ্দিন আলম ছাপ জানিয়ে দিয়েছেন কোন বেইমানকে সংগঠনের সভাপতি/সম্পাদকের দায়িত্ব দেওয়া হবে না।
কামরুজ্জামান শাহীন