বুধবার, ১০ মে ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত,আহত-১
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত,আহত-১
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি :চরফ্যাসন উপজেলার আবদুল্লাহপুরে সড়ক দুর্ঘটনায় সোহাগ (১৮)নামের এক কলেজ ছাত্র নিহত ও আপর আরোহী সোহাগের বন্ধু রাকিব(১৭) গুরুতর আহত হয়েছে । মঙ্গলবার(৯মে) বিকেলে আবদুল্লাপুর এলাকায় এদূর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ চরফ্যাসন উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত হাজী মো. হোসেন দালালের ছেলে।সে চরফ্যাসন সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের মেধাবী ছাত্র ছিল।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সোহাগ মটরসাইকেলযোগে গজারিয়ার থেকে আবদুল্লাপুরের দিকে আসার সময় পথিমধ্যে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এসময় তার সাথে থাকা আপর আরোহী বন্ধু রাকিব গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু.এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।