শনিবার, ৬ মে ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে নারী ও শিশু নির্যাতন মামলায় শিক্ষক জেলহাজতে।
বোরহানউদ্দিনে নারী ও শিশু নির্যাতন মামলায় শিক্ষক জেলহাজতে।
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি : নারী ও শিশু নির্যাতন মামলায় শনিবার সকালে এক শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশ। ওই শিক্ষক নেছার উদ্দিন উপজেলার দেউলা মজম হাট ফাজিল মাদ্রাসার ইংরেজী বিষয়ের শিক্ষক। এছাড়াও ওই শিক্ষকের বিরুদ্ধে চরফ্যাশন শশীভূষন থানা, চরফ্যাশন পারিবারিক আদালত সহ দক্ষিন আইচা থানায় সাধারন ডায়েরী রয়েছে বলে জানায় শিক্ষকের স্ত্রী মামলার বাদী নুসরাত জাহান জরিনা।
মামলার বাদী নুসরাত জানায়, গত ২০১৬ সনের আগষ্ট মাসে মাদ্রাসা শিক্ষক নেছার উদ্দিন তাকে যৌতুকের জন্য মারধর করে তার বাবার বাড়ীতে পাঠায়। যৌতুকের টাকা আনতে না পারায় তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হাসপাতালে পাঠায়। এরই ধারাবাহিকতায় ২৯/০৮/২০১৬ ইং তারিখে নুসরাত বাদী হয়ে ভোলা জজ কোর্টে ওই শিক্ষক নেছার উদ্দিন সহ ৪ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন ধারায় একটি মামলা দায়ের করে। যার নং ১৬১/১৭। বোরহানউদ্দিন থানার এস.আই হাফিজুর রহমান জানায়, আদালতের নির্দেশ অনুযায়ী শনিবার সকালে বোরহানউদ্দিন পৌরসভার ০৬ নং ওয়ার্ড থেকে তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।