মঙ্গলবার, ২ মে ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ২০ মে ভোলার ৮০’র দশকের সাংবাদিক সমাবেশ সেমিনার, স্মরনসভা ও সম্মাননা
২০ মে ভোলার ৮০’র দশকের সাংবাদিক সমাবেশ সেমিনার, স্মরনসভা ও সম্মাননা
লালমোহন বিডিনিউজ,জুয়েল সাহা : ভোলার ৮০’র দশকের সাংবাদিকরা আগামী ২০ মে ২০১৭ সাংবাদিক সমাবেশ, সেমিনার স্মরনসভা ও সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে ভোলায় মিলন মেলায় বসতে যাচ্ছে। এ উপলক্ষে ৮০’র দশকের সাংবাদিকদের জীবনীসহ বিশেষ একটি স্যুভেনির প্রকাশিত হচ্ছে। মিলন মেলায় ৮০’র দশকের আগের এবং পরের দশকের সাংবাদিকসহ ঢাকার বিশিষ্ট সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হবে। এছাড়া ৮০’র দশকের সংবাদপত্র দৈনিক ভোলাবাণীর সম্পাদক আবু সুফিয়ান বাহার ও ভারপ্রাপ্ত সম্পাদক সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান এবং চরফ্যাশন থেকে প্রকাশিত সাপ্তাহিক উপকূল পত্রিকার প্রকাশক সাবেক এমপি অধ্যক্ষ নজরুল ইসলামকে মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হবে। এসব কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে গতকাল ভোলার গ্রামীন জন উন্নয়ন সংস্থার মিলনয়াতনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। চরফ্যাশন কলেজের অধ্যক্ষ কায়ছার আহম্মেদ দুলাল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, চরফ্যাশন পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, দৈনিক দক্ষিণ প্রান্ত সম্পাদক এডভোকেট নজরুল হক অনু, এটিএন বাংলা ও দৈনিক ইত্তেফাক পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন, কুকরী মুকরীর চেয়ারম্যান হাসেম মহাজন, কর্মকুটির নির্বাহী পরিচালক আনজামুল আলম মুনীর, এডভোকেট ড. আমিরুল ইসলাম বাছেত, ইনকিলাব প্রতিনিধি আব্দল বারেক, দৈনিক কাল বেলা প্রতিনিধি মোকাম্মেল হক মিলন, দৈনিক ভোলা দর্পণ সম্পাদক মোতাছিন বিল্লাহ, চ্যানেল আই প্রতিনিধি হারুন অর বশিদ, তালহা তালুকদার বাধন প্রমূখ। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, দৈনিক ভোলা টাইমস্ এর বার্তা সম্পাদক জুয়েল সাহা, স্টাফ রিপোর্টার এম শরীফ আহমেদ। অপর দিকে জাতীয় প্রেস জাতিয় প্রেস ক্লাবে এ এইচ এম বজলুর রহমানের সভাপতিত্বে পৃথক এক সভায় ঢাকাস্থ ভোলার ৮০র দশকের সাংবাদিকরা এক সভায় মিলিত হন। সভায় দৈনিক নয়াদিগন্তের সিনিয়র সাব এডিটর ইদ্রিস মাদ্রাজি, ভোরের দর্পণ পত্রিকার বার্তা সম্পাদক শাহ মতিন টিপু, দৈনিক জনকন্ঠের সাবেক স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, দৈনিক দক্ষিণ প্রান্ত’র ঢাকা প্রতিনিধি সাজ্জাদুর রহমান সামুন, জাতীয় প্রেস ক্লাবের সদস্য সাজাহান সাজু প্রমুখ বক্তব্য রাখেন। সভায় এডভোকেট নজরুল হক অনুকে সভাপতি ও ইদ্রিস মাদ্রাজিকে সম্পাদক করে একটি উদযাপন কমিটি গঠন করা হয়। সভায় আগামী ১০ মে’র মধ্যে ভোলার ৮০র দশকের সাংবাদিকদের নিবন্ধন করার জন্য আহব্বান জানানো হয়।