বুধবার, ২৬ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই বেকারীর জড়িমানা
চরফ্যাসনে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই বেকারীর জড়িমানা
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাসনে ভ্রাম্যমান আদালতের ভেজাল বিরোধী অভিযানে দুই বেকারীর জড়িমানা করেছে নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি আমিনুল ইসলাম। মঙ্গলবার(২৫ এপ্রিল) এ অভিযান পরিচালিত হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার সময় উপজেলার নুরাবাদ ইউনিয়নের চর তোফাজ্জল গ্রামের মেসার্স বিসমিল্লাহ বেকারী ও মেসার্স মা বেকারীতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। বেকারী দুটিতে মানবদেহের জন্য ক্ষতিকর ক্যামিক্যাল, ফ্যাক্টরির অস্বাস্থ্যকর ও নোংরা মেঝেতে শ্রমিকদের পা ব্যবহার করে মনেক্কাসহ বিভিন্ন খাদ্য উৎপাদন এবং ভেজাল খাদ্যদ্রব্য সংরক্ষণ করার অপরাধে বেকারীর মালিক মোঃ বিল্লালকে ৩০ হাজার, মোঃ ইকবালকে ১৫ হাজার ও সরবরাহকারী মোঃ ইউসুফকে দন্ডবিধির ২৯০ ধারায় ২শত টাকাসহ মোট ৪৫ হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি আমিনুল ইসলাম জানান, বেকারি মালিক বেল্লাল, ইকবাল ও সরবরাহকারী মোঃ ইউসুফকে দন্ডবিধির ২৯০ ধারায় বিভিন্ন অংকে অর্থ জরিমানা করা হয়েছে। এবং উৎপাদিত মানবদেহের জন্য ক্ষতিকর খাদ্যদ্রব্যসমূহ ঘটনাস্থলে উপস্থিত সংশিষ্ট এলাকার ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে।