সোমবার, ২৪ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ইউনেস্কো ঘোষিত ২০১৭ বিশ্ব বই-দিবস পালিত
বোরহানউদ্দিনে ইউনেস্কো ঘোষিত ২০১৭ বিশ্ব বই-দিবস পালিত
লালমোহ বিডিনিউজ ,বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে ২৩ এপ্রিল ইউনেস্কো ঘোষিত বিশ্ব বই-দিবস পালিত হয়েছে। পৃথিবীর প্রায় ১০০টি দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিবসটি পালন করা হয়। এই দিবসের অন্যতম উদ্দেশ্য তরুণদের বইপড়ায় আগ্রহী করে তোলার জন্য পাঠাভ্যাসের প্রসার ও সুযোগ বৃদ্ধি করা। বিশ্বসাহিত্য কেন্দ্র এবং শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েপ প্রকল্প এ লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছে। বইপড়ার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ২৩ এপ্রিল ২০১৭ ইউনেস্কো ঘোষিত বিশ্ব বই-দিবসে সেকায়েপ প্রকল্পভুক্ত ২৫০ টি উপজেলায় প্রায় ১২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ২০১৬ সালের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও বইপড়ার গুরুত্ব বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। ৬ লক্ষ ৫০ হাজার পুরস্কার বিজয়ীর হাতে ১০ লক্ষাধিক বই বিতরণ করা হয়। বিশ্ব বই-দিবস উপলক্ষ্যে সেকায়েপভূক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উদ্যোগে দেয়াল পত্রিকা প্রকাশ ও প্রদর্শনী, বই মেলা, র্যালি, বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা ইত্যাদির আয়োজন করা হয়।
ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রে মাননীয় শিক্ষামন্ত্রী, সচিববৃন্দ, মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সেকায়েপ এর কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে ৭টি উপজেলার নির্বাচিত পুরস্কার বিজয়ীদের নিয়ে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বোরহানউদ্দিন উপজেলার ৬৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ২০১৬ সালে এই উপজেলায় মোট ৮৩৭৪ জন ছাত্র-ছাত্রী বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিশ্ব বই-দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিস ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অফিসার অঞ্জন দাস এর পরামর্শ ও সহযোগিতায় ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বইপড়ার গুরুত্ব বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বইপড়া কর্মসূচি সদস্যদের আয়োজনে অনুষ্ঠিত এসকল সভায় শিক্ষক, অভিভাবক এবং ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভাগুলোতে ছাত্র-ছাত্রীরা বইপড়ার গুরুত্ব ও লাইব্রেরি উন্নয়নের তাদের বক্তব্য তুলে ধরেন। উপস্থিত বক্তাদের সকলেই শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরির উন্নয়নে প্রয়োজনীয়তার বিষয়টি অনুধাবন করে বক্তব্য প্রদান করেন। ২০৪১ সালের মধ্যে যে উন্নত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি তা বাস্তবায়নে মননশীল, সুশিক্ষিত, উন্নত জাতি গড়তে হলে পড়–য়া সমাজ গঠনের বিকল্প নেই। জ্ঞান নির্ভর সমাজ গঠন করতে বইপড়ার অভ্যাস বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এই অভ্যস গড়ে তুলতে ছাত্র-ছাত্রীদের লাইব্রেরিমূখী করতে হবে।
বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন আওয়ামীলীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য মোঃ সিরাজ মাস্টার, আমির হোসেন হাওলাদার, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব এর সহ-সভাপতি কাজী মোঃ বাবুল, বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাংগঠনিক স¤পাদক এইচ এম এরশাদ, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অফিসার অঞ্জন দাস, বিদ্যলয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রী। অনুষ্ঠাটির সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাজাহান ।
ইউনেস্কো ১৯৯৫ সাল থেকে এ দিনটি বিশ্ব বই ও কপিরাইট দিবস (ডড়ৎষফ ইড়ড়শ ধহফ ঈড়ঢ়ুৎরমযঃ উধু) হিসেবে উদযাপন করে আসছে এবং সব সদস্য দেশকে উদযাপন করতে অনুরোধ করেছে। বিশ্ব বই- দিবস উন্নত দেশগুলোতে দিবসটি পালিত হয় বইকে জীবনের সঙ্গে জড়িত করা ও জীবনে চলার পথে সঙ্গী করার জন্য। ইউনেস্কো বিশ্ব বই-দিবস হিসেবে ২৩ এপ্রিলকে নির্বাচন করে কালজয়ী ইংরেজ লেখক উইলিয়াম শেকসপিয়ার এবং পেরুভিয়ান লেখক গার্সিলাসো দে লা ভেগাকে স্মরণ করার জন্য। উল্লিখিত দুই লেখকই এই দিনে মৃত্যু বরণ করেন। বিশ্বব্যাপী এই দিবসের উদ্দেশ্য হলো-বই পাঠের অভ্যাসকে বাড়ানোর জন্য জন সচেতনতা তৈরি ও বইয়ের প্রসার ঘটানো; সব বয়সের মানুষের মধ্যে পাঠের অভ্যাস বাড়ানো; বই প্রকাশ এবং বইয়ের কপিরাইট সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।