বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » দখলদারের উচ্ছেদে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান, বোরহানউদ্দিনে শিক্ষক ননী গোপাল অবশেষে ফেরত পেলেন তার জমি
দখলদারের উচ্ছেদে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান, বোরহানউদ্দিনে শিক্ষক ননী গোপাল অবশেষে ফেরত পেলেন তার জমি
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলা জেলার সর্ব শ্রদ্বেয় সাবেক প্রধান শিক্ষক ননী গেপাল দাসের বোরহানউদ্দিন রানীগঞ্জবাজারের পৈতিক এক একর ৫৮ শতাংশ জমি, ঘরবাড়ি অবশেষে অবৈধ দখলদারদের কাছ থেকে গতকাল বুধবার উদ্ধার করে বুঝিয়ে দিয়েছেন জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান। এ সময় সহকারী কমিশনার ভূমি, দুই ইউনিয়নের দুইজন ভূমি সহকারী কর্মকর্তা, ভূমি অফিসের পেশকার, বোরহানউদ্দিন থানার পুলিশ উপস্থিত থেকে ওই জমি মেপে উদ্ধার করা হয়। গত বিএনপি সরকারের আমলে স্থানীয় একটি চক্র ভূয়া জাল দলিল তৈরী করে জোর করে ওই জমি দখল নেয়। এমন কি ননী গোপাল দাসের পরিবারকে তাদের পৈত্তিক জমি থেকে উৎখাতের ষড়যন্ত্র করে। এ নিয়ে আদালতের আশ্রয় নিলে আদালত ননী গোপাল দাসের পক্ষে রায় দেন। এর পরেও দখলবাজরা জমি ছেড়ে দেয় নি। বিষয়টি গত বছর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল জানতে পেরে ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। অপরদিকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গত বছর উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করার পাশপাশি মামলা দেন ননী গোপাল দাস। ওই মামলার পেক্ষিতে জেলা প্রশাসকের পক্ষে ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান সরেজমিনে গিয়ে মাপঝোকের পর দখলদারদের উচ্ছেদ করেন। দখলদার আক্তার হোসেন, তৌয়ব মীর, শাহেআলম, রিয়াজ, আমজাত হোসেন নাগর অবশ্য জানান, তারা ডিগ্রি দলিল মূলে ওই জমির দখল পেয়ে ছিলেন। অপরদিকে ননী গোপাল দাস কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। দখলদাদের পরিবারের সন্তান মোঃ সাগর জানান, তিনি তার বাপ চাচাদের এমন অবৈধ দখলকে সমর্তন করেন নি। শিক্ষক ননী দাসের জমি ফেরত দিতে গিয়ে তিনি বাপ চাচাদের মুখোমুখি হন বলেও জানান।