বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বাল্য বিাবাহে সহযোগিতা ও সরকারী দায়িত্বে অবহেলায় লালমোহন পৌরসভার উচ্চমান সহকারী নাজিম উদ্দিনের ৫ দিনের কারাদন্ড
বাল্য বিাবাহে সহযোগিতা ও সরকারী দায়িত্বে অবহেলায় লালমোহন পৌরসভার উচ্চমান সহকারী নাজিম উদ্দিনের ৫ দিনের কারাদন্ড
লালমোহন বিডিনিউজ,মিজানুর রহমান লিপু লালমোহন: বাল্য বিাবহে সহযোগিতা ও সরকারী দায়িত্বে অবহেলার অপরাধে লালমোহন পৌরসভার উচ্চমান সহকারী নাজিম উদ্দিনের ৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার সকালে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামছুল আরিফ তার অফিসে পৌর সভার ৪ নং ওয়ার্ডের আঃ রহমানের ছেলে ও লালমোহন পৌরসভার উচ্চমান সহকারী নিজাম উদ্দিন(৪০) কে সরকারী দায়িত্ব পালনে অবহেলার অপরাধে প্যানেল কোডের ১৮৮ ধারায় ৫দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। এ কারাদন্ডের মাধ্যমে লালমোহন উপজেলার নির্বাহী অফিসারের বাল্য বিবাহ প্রতিরোধে একটি কঠোর বার্তা পৌরসভা সহ ইউনিয়ন পরিষদের সচিব সহ জনপতিনিধিদের পৌছে দিয়েছেন । বাল্য বিবাহে সহযোগিতা কারীদের কোন ছাড় নয় এমন বার্তাই তার কারদন্ডের মাধ্যমে প্রতিয়মান হয়েছে।
উল্লেখ্য নাজিম উদ্দিন লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ড বর্নালী সড়কের ছানাউল্ল্যা মিয়ার মেয়ে তাইয়্যেবা আক্তার প্রমির বাল্য বিবাহে সহযোগিতা সরূপ আইনের তোয়াক্কা না করে ভুয়া জন্মনিবন্ধন কার্ড ইস্যু করে। যাতে প্রমির জন্মতারিখ দেখানো হয় ৩১মার্চ ১৯৯৯।
এদিকে প্রমির পিএসসি ও জেএসসি সনদ অনুযায়ী তার বয়স না দেখিয়ে বিবাহের স্বার্থে জন্ম নিবন্ধনে বয়স বেশি দেখানো হয়েছে এবং সঠিক তথ্য যাচাই বাচাই না করা ও সরকারী নিয়ম অনুসরন ছাড়া জন্মনিবন্ধন কার্ড দেওয়ায় নাজিম উদ্দিনের সাজা দেওয়া হয়।
প্রভাবশালীদের পরিবারে বাল্য বিবাহ বন্ধে উপজেলা নির্বাহী অফিসারের এটি একটি বড় পদক্ষেপ। এ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে বাল্য বিবাহ বন্ধে সবাই সহযোগিতা করবে এমনটাই কামনা করছে সচেতন মহল।