বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে বাজার ব্যাবসায়ীর উপর হামলার অভিযোগ
বোরহানউদ্দিনে বাজার ব্যাবসায়ীর উপর হামলার অভিযোগ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিন পৌর ৪ নং ওয়ার্ডের বাজর ব্যাবসায়ী মোঃ রত্তন মাতাব্বরের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বোরহানউদ্দিন পিছন বাজার কাচামালের ব্যাবসায়ী রত্তন মাতাব্বর অভিযোগ করে বলেন, মোঙ্গলবার দুপুর সারে ১২ টার সময় আমার কাচামালের আরোধে এসে আমার দোকান দখল করার চেষ্টা করে আমার সৎ ভাই তাহের, জসিম, সিরাজ, ভাতিজা সবুজ, বোনের জামাই অহিদ, ইউসুফ, মফিজ, ছালেম,ফারুক সহ অগ্যাত ৭-৮ জন । এসময় আমি বাধা দিলে আমার উপর হামলা চালিয়ে আমার কাচামালের আরোধের ক্যাশ থেকে নগদ ২ লক্ষ টাকা হাতিয়ে নেয়, যাওয়ার সময় আমাকে প্রান নাশের ও মিথ্যা মামলায় জরানোর হুমকি দেয় । এ ব্যাপারে অভিযুক্ত কাউকে খুজে পাওয়া যায়নি। এ ঘটনায়, রত্তন মাতাব্বর বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন।