
সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন শিক্ষা অফিসারের শিক্ষা ! ১ম সাময়িক পরীক্ষার রুটিন দেখুন ।
লালমোহন শিক্ষা অফিসারের শিক্ষা ! ১ম সাময়িক পরীক্ষার রুটিন দেখুন ।
লালমোহন বিডিনিউজ: লালমোহন শিক্ষা অফিসের পরীক্ষার রুটিনে ব্যাপক ত্রুটি লক্ষ্য করা গেছে ।চলতি বছরের ১ম সাময়িক পরীক্ষার রুটিন পড়ে বুঝার উপায় নেই ৪র্থ শ্রেনীর পরীক্ষা আদো হবে কিনা। রটিনের সময় সুচীতে দেখা যায় ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমুহের ১ম সাময়িক পরীক্ষার রুটিনে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ১ম থেকে পঞ্চম শ্রেনীর পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবার দুপুর দেড়টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৩য় ও পঞ্চম শ্রেনীর পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবার সকাল ১০ টায় শুরু হওয়া পরীক্ষার বিষয় নির্ধারিত ঘর সমুহে লেখা আছে (১ম ও ২য় শ্রেনী)। তাহলে ৪র্থ শ্রেনীর পরীক্ষা নেই,এমন টাই বুঝা যাচ্ছে। লালমোহন উপজেলা শিক্ষা অফিসার জালালে আহমেদের ১২/০৪/১৭ তারিখে স্বাক্ষরিত উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমুহের ১ম সাময়িক পরীক্ষার রুটিন এভাবেই অসামাঞ্জস্যতা লক্ষ্য করা যায়। সচেতণ মহলের প্রশ্ন শিক্ষা অফিস যদি এত ভুল করে তবে শিক্ষকরা কত ভূল করবে আর শিক্ষার্থীদের অবস্থাইবা কেমন হবে ?
এব্যাপারে লালমোহন শিক্ষা অফিসার জালাল আহাম্মেদ বলেন রুটিনটি দেখে আমি ঠিক করে দেবো ।