শনিবার, ১৫ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলায় মাই টিভি’র ৮ম বর্ষপদার্পণে বর্ণাঢ্য র্যালী ও আনন্দ আড্ডা
ভোলায় মাই টিভি’র ৮ম বর্ষপদার্পণে বর্ণাঢ্য র্যালী ও আনন্দ আড্ডা
লালমোহন বিডিনিউজ :ভোলার লালমোহনে বর্ণাঢ্য র্যালী, কেক কাটা কর্মসুচী ও আনন্দ আড্ডার মধ্য দিয়ে মাই টিভি’র ৮ম বর্ষে পদার্পণ উদযাপিত হয়েছে। এই উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয় । র্যালীটি পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন প্রেস ক্লাবে এসে শেষ হয়।
শনিবার সকাল ১০ টায় লালমোহন প্রেস ক্লাবে মাই টিভি ভোলা দক্ষিণ প্রতিনিধি সিরাজ মাসুদের সভাপতিত্বে মাইটিভি দর্শক ফোরামের আয়োজনে আনন্দ আড্ডায় প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামছুল আরিফ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামীলী সম্পাদক শফিকুল ইসলাম বাদল,সাংগঠনিক সম্পাদক আ.ন.ম. শাহজামাল দুলাল,নবীন কাউন্সিলর,বাদশা মিয়া একাডেমীর পরিচালক মোজাম্মেল মাস্টার, প্রেস ক্লাব সভাপতি আব্দুর সাত্তার, মিডিয়া ক্লাব সভাপতি প্রভাষক রিপন শান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান লিটন, মিডিয়া ক্লাব সহ সভাপতি ফয়েজ ফ্যাশন, সাংবাদিক ফেডারেশনের সভাপতি ও উপজেলা যুবলীগের সম্পাদক আবুল হাসান রিমন, সাংবাদিক ফোরামের সভাপতি এনামুল হক রিংকু, পৌর যুবলীগ সম্পাদক মো: আমিনুল ইসলাম, প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক শাহিন আলম মাকসুদ,সদস্য মিজানুর রহমান লিপু ,মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক ফেডারেশনের সম্পাদক মোঃ মিজানুর রহমান, দৈনিক ভোরের অঙ্গিকার পত্রিকার লালমোহন প্রতিনিধি শাহ আবদুল মোতালেব দৈনিক পরিবর্তনের গজারিয়া প্রতিনিধি আব্দুল হান্নান, ভোলার কন্ঠের চরফ্যাশন প্রতিনিধি আসাদুল ইসলাম আসাদ।
এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।