মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০১৭ উদ্বোধন
বোরহানউদ্দিনে ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০১৭ উদ্বোধন
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিনে ২ দিন ব্যাপি ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০১৭ উদ্বোধন হয়েছে । বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন এর আয়োজনে গতকাল বিকাল ৩ টায় বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন হয়। ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্দুস এর সভাপতিত্বে উক্ত মেলায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, সরকারী আব্দুল জাব্বার ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস,এম গজনবী, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর-রশিদ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বশির উল্যাহ। ভোলা জেলার শ্রেষ্ঠ শিক্ষক ও বোরহানউদ্দিন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এম, এ, হান্নান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিগণ মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রজেক্ট দেখেন এবং তাদেরকে ধন্যবাদ জানান।