মঙ্গলবার, ১২ মে ২০১৫
প্রথম পাতা » দৌলতখান | শিরোনাম | সর্বশেষ » দৌলতখানে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া
দৌলতখানে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া
দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানের গজনবী স্টেডিয়ামে মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া প্রদর্শিত হয়। দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী উপজেলা এ মহড়ার আয়োজন করে। উপজেলা নির্বাহি অফিসার মোঃ মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্বে জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, পৌরমেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পল্লী বিদ্যুত ভোলা সমিতির ম্যানেজার কেফায়েত উল্যাহ প্রমূখ।