ভোলায় ৩১০ পিস ইয়াবাসহ ৩ জন আটক
লালমোহন বিডিনিউজ ,জুয়ের সাহা : ভোলার সদর পৃথক তিনটি অভিযানে ৩১০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি)। রোববার দুপুরে ভোলার শহরের একটি আবাসিক হোটেল, তালুকদার ভবন মার্কেট চত্বর এবং পাঙ্গাশিয়া বাজার থেকে তাদের আটক করা হয়। আটক ব্যবসায়ীরা হলেন- ভোলার শহরের কালিনাথ রায়ের বাজার এলাকায় আবু তাহেরের ছেলে আতাহার (২৮), দৌলতখান উপজেলার চর সুফী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে রিপন (২২), এবং সদর উপজেলার বাপ্তা ইউনিয়ের সুন্দরখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে সোহাগ (৩০)। ভোলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের তিনটি টিম পৃথক অভিযান চালায়। এ সময় ৪১ পিস ইয়াবাসহ রিপন, ৫০ পিস ইয়াবাসহ আতাহার এবং ২১৯ পিস ইয়াবাসহ সোহাগকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।