বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে বিদায় ও দোয়া অনুষ্ঠান
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে বিদায় ও দোয়া অনুষ্ঠান
লালমোহন বিডিনিউজ,সীমান্ত হেলাল, মনপুরা(ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে ২০১৭ সালের এইচ, এস, সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ এম. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেলিনা আক্তার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উক্ত কলেজের গভর্নিং বডির সভাপতি সহকারী অধ্যাপক এ.কে.এম. শাহজাহান, মনপুরা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ ভূঁইয়া ও হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রেস ক্লাব সভাপতি এম. অালমগীর হোসেন।
কলেজের সহকারী অধ্যাপক(কৃষি শিক্ষা) মাহবুবুল আলম শাহীনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক(ইসলাম শিক্ষা) মোঃ আব্দুল হান্নান,সাবেক ইউপি সদস্য আব্দুল কাঞ্চন মেম্বার, কলেজের ইংরেজি প্রভাষক মোঃ আবুল বাশার।
এসময় কলেজের একাদশ শ্রেনীর ছাত্রীদের মধ্য থেকে মানপত্র পাঠ করেন নাফিসা সুলতানা তানহা। পবিত্র কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেনীর ছাত্রী ইশরাত জাহান হিরা। পবিত্র গীতা পাঠ করেন শিমলা মজুমদার। একাদশ শ্রেনীর ছাত্রীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন আয়েশা সিদ্দিকা সানজিনা। বিদায়ী ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কনক চাঁপা উর্মী।