মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » ৪ মাস না যেতেই পরিবর্তন, মনপুরা মুক্তিযোদ্ধা সংসদের নতুন কমান্ডার আবুল কাশেম মাতাব্বর
৪ মাস না যেতেই পরিবর্তন, মনপুরা মুক্তিযোদ্ধা সংসদের নতুন কমান্ডার আবুল কাশেম মাতাব্বর
লালমোহন বিডিনিউজ, সীমান্ত হেলাল, মনপুরা: ৪ মাস না যেতেইে মনপুরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিবর্তন করা হয়েছে। উপজেলা কমান্ডের পূর্বের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ হান্নান চৌধুরীকে বাদ দিয়ে আবুল কাশেম মাতাব্বরকে নতুন ভারপ্রাপ্ত কমান্ডারের দায়িত্ব দেয়া হয়েছে। উক্ত ঘটনায় মুক্তিযোদ্ধাদের মাঝে কৌতুহল ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
২৭ মার্চ সোমবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত মহাসচিব (প্রশাসন) স্বাক্ষরিত এক স্মারকপত্রের মাধ্যমে এই তথ্য জানা যায়।
উক্ত স্মারকপত্রে উল্লেখ করা হয়, ভোলা জেলা ইউনিটের অধীনস্থ মনপুরা উপজেলা কমান্ডের নির্বাচিত কমান্ডার আবুল কাশেম এর মৃত্যু জনিত কারনে উক্ত পদটি শূন্য হয়। শূন্য পদে গঠনতন্ত্রের ধারা-২৯(ঘ) মোতাবেক ডেপুটি কমান্ডার মো: আবুল কাশেম মাতাব্বরকে মনপুরা উপজেলা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। এই বিষয়ে ইতিপূর্বে প্রেরিত: মুক্তি/সাং/ভোলা/৮৯৯০/১৬, তারিখ-২৭/১১/২০১৬ স্মারকপত্র বাতিল বলে গন্য হবে।