মঙ্গলবার, ১২ মে ২০১৫
প্রথম পাতা » বরিশাল | শিরোনাম | সর্বশেষ » বরিশালে অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ
বরিশালে অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ
বরিশাল সংবাদদাতা বরিশালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বি আইডব্লিউটিএ)।
মঙ্গলবার সকাল পৌনে ১০টায় দিকে বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মো. আবুল বাশার মজুমদার জানান, বরিশালে ঝড়-বৃষ্টি হওয়ায়, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এ ঘোষণা দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, বরিশালের অভ্যন্তরীণ রুটে ৬৫ ফুটের নিচে সব লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে ৬৫ ফুটের ওপরে থাকা লঞ্চগুলো চলাচল করতে পারবে।