মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ভোলায় পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা, ভোলা : ভোলায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে দেয়ার এক দফা দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে ভোলার পৌর কর্মকর্তা-কর্মচারীরা। পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় ভোলা জেলার পাঁচটি পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী এ কর্মসুচীতে অংশ নেন। এছাড়াও ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরজ্জান পৌর কর্মকর্তা-কর্মচারীদের দাবীর সাথে একাত্বতা প্রকাশ করে মানববন্ধনে বক্তব্য রাখেন। জেলা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মীর আলাউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সাধারন সম্পাদক আজিজুল ইসলাম, কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুস সাত্তার, মোঃ সিরাজ উদ দৌলা, সোহরাব হোসে প্রমুখ। এসময় বক্তারা বলেন, প্রায় সকল পৌরসভাই কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত বেতন-ভাতা পায়না এবং কোনো কোনো পৌরসভায় ২৯ মাস পর্যন্ত বেতন-ভাতা বাকী। এতে করে পরিবার পরিজন নিয়ে অভাব অনটনে তারা দিনাতিপাত করছে। তাই তাদের বেতন-ভাতা রাজস্ব খাত থেকে দেয়ার জোড় দাবি জানান বক্তারা। পরে মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।