মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী শাহীন গ্রেফতার
লালমোহনে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী শাহীন গ্রেফতার
লালমোহন বিডিনিউজ : লালমোহনে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী শাহীনকে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ । মোঙ্গলবার বিকাল ৫টায় এ এস আই মান্নান তালুকদারের নেত্বতে এ এস আই জাহের সহ সঙ্গীয় ফোর্স বোরহানউদ্দিনের এমভি জামাল ৯ লঞ্চ থেকে শাহীনকে আটক করা করেছে ।
উপজেলার চরলক্ষী ৯নং ওয়ার্র্ডের সিকদার বাড়ীর মোঃ রফিক কন্ট্রেকটারের ছেলে শাহীন।
যানাযায় তার বিরুদ্বে ঢাকার সিদ্বিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন মামলা হয় যার নম্বর ৩(৯)২০০০। পরবর্তিতে নারায়নগঞ্জ জেলা জজ কোর্টের ৬৩/০৩ নং এ মামলায় যাবতজীবন সাজা দেওয়া হয়।