শনিবার, ১৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জের প্রতি পক্ষের হামলায় জখম ১
বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জের প্রতি পক্ষের হামলায় জখম ১
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জের প্রতি পক্ষের হামলায় এক জন গুরুতর জখম হয়েছে। তথ্য সূত্রে জানাযায়, বুধবার রাত্র ১০ টার সময় ফকির হাট বাজারে আওলাদ হোসেন এর সাথে প্রতি পক্ষ নয়ন এর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথার কাটা-কাটি হলে এই সূত্রধরে রাত্র সারে ১১ টার সময় লোকমান হোসেনের ছেলে আওলাদ হোসেন কে তার ঘরে প্রবেশ করে রড দিয়ে এলোপাথারী পিটিয়ে গূরুতর জখম করে একই এলাকার, ইউনুছের ছেলে নয়ন, সেরাজলের ছেলে হাসান, আব্দুল মন্নানের ছেলে হাতিম সহ অগ্যাত ৫ জন। আওলাদ হোসেন এর স্ত্রী আমেনা বেগম ছারাতে গেলে তাকেও হামলা চালায়। এসময় তদের ডাক-চিৎকারে স্থানীয় লোক দৌরে এসে তাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে। আহত আওলাদ হোসেন জানান, বাজারের কথার কাটা-কাটিকে কেন্দ্র করে রাত্র সাড়ে ১১ টার সময়, নয়ন, হাসান, হাতেম, সহ অগ্যাত ৫ জন আমার ঘড়ের দরজা ভেঙ্গে অনধিকার প্রবেশ করে রড দিয়ে এলোপাথারী পিটিয়ে আমার মাথায় গুরুতর জখম করে আমার স্ত্রী আমেনা বেগম ছারাতে এলে তাকেও হামলা চালায়, এসময় হামলাকারীরা আমার ঘড়ে থাকা ৩ ভরি স্বর্ণ ও নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। এব্যাপারে অভিযুক্তদের কাছে জানতে চাইলে কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় আওলাদ হোসেন বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় বোরহানউদ্দি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ অসীম কুমার সিকদার জানান, থানায় মামলা হয়েছে তদন্ত পূবক আইন আনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।