বুধবার, ১৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় সিএলএস প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
মনপুরায় সিএলএস প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
লালমোহন বিডিনিউজ, মনপুরা প্রতিনিধি :ভোলার মনপুরায় কোস্ট ট্রাস্ট পরিচালিত সিএলএস (নিরাপত্তার জন্য ন্যায়বিচার) প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার হাজীর হাট ইউনিয়ন পরিষদ মিনায়তনে এই সভার আয়োজন করা হয়। সিএলএস প্রকল্পের জনসংগঠন কমিটির সভাপতি আবুল কাশেম হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীর হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শাহরিয়ার দ্বীপক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ এম. মহিউদ্দিন আহমেদ।
এসময় বক্তারা জানান, কোস্ট ট্রাস্টের অধীনে পরিচালিত সিএলএস প্রকল্প ভোলা জেলার তজুমুদ্দিন, চরফ্যাশন ও মনপুরা এই তিনটি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হয়ে আসছে। আগামী ৩১ মার্চ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তাই মনপুরা উপজেলা শাখার এই প্রকল্প সমাপনী সভা অনুষ্টিত হয়।
এছাড়াও বক্তারা জানান, সিএলএস প্রকল্পের মাধ্যমে উপজেলার ৪ টি ইউনিয়নে ১৮টি আইনের উপর বাল্য বিবাহ, বহুবিবাহ, যৌতুক, ভরণপোষন, দেনমোহর, তালাক, জন্মনিবন্ধন, গ্রাম আদালত, সালিশ ও সালিশ পরিষদ বিষয়ে সেবা দেয়া হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মনপুরা ডিগ্রি কলেজের প্রভাষক মো: ছালাউদ্দিন, মনপুরা থানার এসআই আ: সালাম, সিএলএস প্রকল্পের আইনজিবি এ্যাডভোকেট মো: আলাউদ্দিন হাওলাদার, হাজীর হাট মডেল প্রাথমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক মিসেস মনোয়ারা বেগম, উপজেলা যুবলীগ সিনিয়র সহসভাপতি মো: নিজাম উদ্দিন হাওলাদার, সিএলএস এর জনসংগঠন কমিটির সাধারন সম্পাদক প্রাক্তন মেম্বার মো: কাঞ্চন মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: সামসুদ্দিন সাগর, সাধারন সম্পাদক মো: সুমন ফরাজী।