বুধবার, ১৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » দালালের দখলে বোরহানউদ্দিন হাসপাতাল
দালালের দখলে বোরহানউদ্দিন হাসপাতাল
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : অর্ধশত দালালের দখলে ৫০ শয্যা বিশিষ্ট ভোলার বোরহানউদ্দিন হাসপাতাল। হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা, ঔষধ কেনাকাটি সহ সব কিছু নিয়ন্ত্রণ করছে এ দালাল চক্র। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এ দালাল চক্র ভাগে ভাগে বিভক্ত হয়ে কিছু সংখ্যক ডাক্তার চেম্বারের সামনে, কিছু সংখ্যক প্রধান ফটকের সামনে, হাসপাতালের সামনে গড়ে উঠা ক্লিনিক ও ঔষধ ফার্মেসীর সামনে অবস্থান করে। এর মধ্যে অনেকে আবার ক্লিনিক ও ঔষধ ফার্মেসীর মালিক বলে জানান, ভুক্তভোগী রোগীরা।সাংবাদিকদের ক্যামেরার সামনে পড়েন এমন এক কথিত দালাল মোঃ আকিব হোসেন। মহিলা ওয়ার্ডের সামনে হাসান নগর ইউনিয়ন থেকে আসা এক রোগীর স্বজনের হাত থেকে ব্যবস্থাপত্র নিয়ে কর্তব্যরত নার্সের সাথে কি কি ঔষধ লাগবে তার তালিকা নিচ্ছেন। কর্তব্যরত নার্স জানান, আকিবের কারণে রোগী ও রোগীর স্বজনরা অতিষ্ঠ। হাসপাতাল থেকে সামান্য দুরে মির্জাকালু মেডিক্যাল নামে জরাজীর্ণ ফার্মেসী তার। পৌরসভা কর্তিক ট্রেড লাইসেন্স ছাড়া ফার্মেসী চালানোর মত কোন বৈধ কাগজপত্র নেই তার কাছে। দালালীর ব্যাপারে আকিব জানান, তিনি তার আত্বীয় স্বজনের খোঁজ খবর নেয়ার জন্য হাসপাতালে গেছেন। অনুসন্ধানে জানাযায়, অধিকাংশ ক্লিনিক ও ফার্মেসীর মালীক কমিশনের বিনিময়ে এ দালাল চক্রকে ব্যবহার করে সরকারী হাসপাতালে আসা রোগীদের ভালো চিকিৎসার লোভ দেখিয়ে ক্লিনিক ও ফার্মেসীতে বসা ডাক্তারদের কাছে বাগিয়ে নিয়ে যায় তারা। উপজেলা দেউলা ইউনিয়নের ছোটপাতা গ্রাম থেকে আসা সালমা বেগম (৫২) নামের এক কোমরে ব্যাথা পাওয়া রোগী জানান, তিনি হাসপাতালে সামনে রিক্সা থেকে নামার আগেই ৩-৪ লোক তাকে নিয়ে ভালো ডাক্তার দেখিয়ে দেবেন বলে টানা হেচড়া করেন। পরে সাংবাদিক আসছেন এমন খবর শুনে তারা দ্রুত তাকে ফেলে রেখে কেটে পড়েন। উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি জোহেব হাসান জানান, তার এক আ্বেীয়কে দালাল চক্র নাজেহাল করলে গত কয়েকদিন পূর্বে তিনি ওই দালাল চক্রকে লোকজন নিয়ে ধাওয়া দেন। এ ব্যাপারে বোরহানউদ্দিন হাসপাতালের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা জহিরুল ইসলাম শাহিন দালালের উৎপাতের বিষয়টি শ্বিকার করে বলেন, বিষটি তিনি উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করেছেন।