মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » আন্তর্জাতিক | শিরোনাম | সর্বশেষ » বর্তমান অনলাইন সাংবাদিকতার গুরুত্ব
বর্তমান অনলাইন সাংবাদিকতার গুরুত্ব
বর্তমান বাংলাদেশ আর ৫ বছর আগের বাংলাদেশের সাথে অনেক তফাৎ। বর্তমান বাংলাদেশ ক্রমে ক্রমে ডিজিটালের দিকে এগিয়ে যাচ্ছে,খুব শীঘ্রই উন্নত দেশের কাতারে স্থান পেতে যাচ্ছে বাংলাদেশ।সরকারি বেসরকারি প্রতিটি খাতই ডিজিটালাইজ হচ্ছে।ডিজিটাল বাংলাদেশ গঠনে গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে অনলাইন মিডিয়া।বর্তমান সরকার অনলাইন মিডিয়াকে সু-শৃংখল এক জয়গায় আনার লক্ষ্যে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে,যার ফলে রোধ পাবে অপসাংবাদিকতা।বর্তমান বাংলাদেশ অনলাইন মিডিয়ার গুরুত্ব অপরিসীম।মূহুর্তেই যেকোন খবরের আপডেট পেতে অনলাইন মিডিয়ার জুড়ি নেই।
তাই বর্তমান সরকার খুব গুরুত্বের সাথে দেখছে অনলাইন মিডিয়া গূলোকে,এখন আর কেউ ১০ টাকা খরচ করে কাগজ না কিনে ২ টাকা দিয়ে এমবি কিনে যত নিউজ পেপার আছে সব গূলোর সংবাদ পড়তে পারে।আইপি টিভি খুবই জনপ্রিয় হচ্ছে এখন,যেকোন জায়গা থেকেই টিভি দেখতে পারেন।কাগজের পত্রিকা নির্দিষ্ট একটা দেশের ভিতরে সীমাবদ্ধ,কিন্তু অনলাইন পত্রিকা পৃথিবীর যেকোন দেশ থেকেই দেখা যায়।তাই বলে কাগজের পত্রিকার দিন পূরাচ্ছে না তো আবার?না কাগজের পত্রিকাও থাকবে,তাদের সংবাদ গূলোও পাবেন অনলাইনে।সর্বোপরি অনলাইন পত্রিকা গূলো ছাড়া ডিজিটাল হওয়া অসম্ভব।
তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু অনলাইন পত্রিকা এতই আপডেট যে,কোন খবর প্রকাশিত হওয়ার আগেই ভূয়া খবর ছড়ায়। আবার কিছু কিছু পত্রিকা আছে যৌনতা ছড়ায়।বর্তমানে ফেইসবুকে রেডিও মুন্না,রেডিও পদ্মা,রেডিও স্বদেশ,নায়লা নাঈমের ফেইসবুক পেইজ থেকে সরকার বিরোধী ভিবিন্ন ভূয়া নিউজ এবং যৌন সম্পর্কিত নিউজ ছড়ায়।যা দেশ ও জাতির জন্য মারাত্মক হুমকি স্বরুপ,এবং জনমনে বিভ্রান্তি ছড়ায়।তবে খুব শীঘ্রই সরকার কর্তৃক অনলাইন সংবাদ পত্রের তালিকা প্রকাশ হলেই সম্ভবত রোধ করা যাবে অপসাংবাদিকতা এবং বিভ্রান্তকর খবর।