বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় হঠাৎ আগুন আতঙ্ক; মুখে মুখে পুরনো মিথ
মনপুরায় হঠাৎ আগুন আতঙ্ক; মুখে মুখে পুরনো মিথ
লালমোহন বিডিনিউজ,সীমান্ত হেলাল, মনপুরা : কেউ বলছেন, অলৌকিক আগুন। কেউ বলছেন, গ্যাসের আগুন। কেউ বলছেন, আলেয়া। কেউ বলছেন, উদ্দেশ্যমূলক আগুন লাগানো হয়েছে। মনপুরা একটি বাড়িতে খড়ের টালে বারবার আগুন জ্বলে ওঠাকে কেন্দ্র করে এমনই সব পুরনো মিথ ফিরছে মানুষের মুখে মুখে। কারো সন্দেহের কোন কমতি নেই নানাবিধ বিশ্লেষনে।
উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ নং ওয়ার্ডের মনির ফরাজীর বাড়ীতে এই আগুন জ্বলে ওঠার ঘটনা ঘটে। গত ২৯ জানুয়ারী রবিবার থেকে ৩১ জানুয়ারী মঙ্গলবার পর্যন্ত ৪ বার বিভিন্ন সময়ে এই আগুন জ্বলে ওঠে। আগুন জ্বলে ওঠার ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক বিরাজ করছে।
সর্বশেষ ৩১ জানুয়ারী মঙ্গলবার দুই দফা আগুন জ্বলে উঠলে মনপুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গিয়ে অগ্নি নির্বাপন করে। এই ঘটনায় উৎসুক স্থানীয় জনতার মাঝে কৌতুহলের যেমন কমতি নেই তেমনি দ্বীধায় আছেন প্রশাসনও। ঘটনাস্থল পরিদর্শন করেছেন, হাজীর হাট ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার দ্বীপক চৌধুরী, ফকির হাট বাজার কমিটির সাধারন সম্পাদক মো: ফারুক ফারুক হোসেন, সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্যরা।
সরেজমিন পরিদর্শনে জানা যায়, উক্ত মনির ফরাজীর বাড়িতে রাখা খড়ের টালে গত ৩ দিনে ৪ বার আগুন জ্বলে ওটার ঘটনা ঘটে। প্রথমবার আগুন জ্বলে ওঠে ২৯ জানুয়ারী সকাল সাড়ে ৯ টায়। দ্বিতীয়বার ৩০ জানুয়ারী দুপুর সাড়ে ১২ টায়। এবং ৩১ জানুয়ারী সকাল সাড়ে ৯ টায় ও দুপুর ২ টায় পরপর দুইবার আগুনের ঘটনা ঘটে।
এব্যাপারে মনপুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বে থাকা টিম লিডার মো: জসিম উদ্দিন চৌধুরী বলেন, বারবার আগুন লাগার খবর শুনে আমরা পুরো টিম নিয়ে ঘটনাস্থলে এসে খড়ের টাল থেকে আগুন নিয়ন্ত্রনে আনি। তবে আগুন জ্বলে ওঠার ঘটনাটি উদ্দেশ্যমূলক হতে পারে।