মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় তিন দিন ব্যপী উন্নয়ন মেলা শুরু
ভোলায় তিন দিন ব্যপী উন্নয়ন মেলা শুরু
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি: ভোলায় তিন দিন ব্যাপী শুরু হয়েছে উন্নয়ন মেলা। সোমবার দুপুর ৩ টায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করেন। প্রযুক্তির উন্নয়নের ফলে ৬৪ জেলায় এক যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন প্রধান মন্ত্রী। প্রধান মন্ত্রীর উদ্বোধনের সাথে সাথেই ভোলা সরকারী স্কুল মাঠে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন হয়। জেলা প্রশাসন ভোলার আয়োজনে প্রায় ৯০টি স্টলে মেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ গ্রহণ করেছে ভোলার সকল সরকারী প্রতিষ্ঠান, বেসরকারী প্রতিষ্ঠান ও ভোলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ভোলার সংবাদ ডট কম। ভোলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে মেলায়। এছাড়া মেলায় প্রতিবন্দিদের জন্য একটি মোবাইল রিহ্যাবিলিটি ভ্যান ও সংযোজন করা হয়েছে। মেলা চলবে ৯জানুয়ারী থেকে ১১জানুয়ারী পর্যন্ত। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গন সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলার ইয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসন। মেলার প্রথম দিনে দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা গেছে। মেলায় ভোলার সংবাদ ডট কমের উদ্যোগে চলছে ফ্রি ফেজবুক ও ইমেইল একাউন্ট খোলা।