রবিবার, ১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে চলছে ঝাটকা ইলিশের রমরমা ব্যবসা
চরফ্যাসনে চলছে ঝাটকা ইলিশের রমরমা ব্যবসা
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাসন প্রতিনিধি : বাঙ্গালী খাবারের বিশেষ ঐতিহ্য হলো তারা মাছে-ভাতে বাঙ্গালী, এই প্রবাদ বাক্য এখন শুধু বই পুস্তকেই সীমাবদ্ধ। ঘরে ভাত থাকলেও পুকুর, খাল-বিল কিংবা নদী-নালায় নেই পর্যাপ্ত পরিমান মাছ। বিশেষ করে দেশী জাতের মাছের আকালের সুযোগে বিদেশী মাছ বর্তমানে বাজার দখলে নিয়ে আমিষের চাহিদা পূরণ করছে। এরপরেও বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের চাহিদা দিনকে দিন বেড়েই চলছে।
সরকার মা ইলিশ ও ঝাটকা মাছ ধরা নিষেধ করলেও এক শ্রেণির অসাধু মৎস্য ব্যবসায়ীরা ঝাটকা মাছ ধরে বাজারে নির্বিঘেœ বিক্রি করছে।চরফ্যাসন উপজেলায় প্রতিদিন প্রায় এক’শ থেকে দের’শ মন সরকারী নিষিদ্ধ ঝাটকা ইলিশ মাছ প্রশাসনকে ম্যানেজ করে বিক্রি করা হচ্ছে। আর এতে যেমন বঞ্চিত হচ্ছে দেশের মানুষ বড় ইলিশ মাছ পাওয়া থেকে তেমনি নষ্ট হচ্ছে দেশের রাজস্ব।
জেলে ও মাছ বিক্রিতারা জানান, নদীতে অন্য কোন মাছ তেমন না পাওয়ায় বাধ্য হয়ে ঝাটকা মাছই ধরছে। এতো আইন-কানুন মানতে গেলেতো আর আমাদের পেট চলবে না। আর যা বিক্রি করি তা প্রশাসনকে ম্যানেজ করেই আমরা করি।
ঝাটকা ইলিশ ধরে বিক্রির ও প্রশাসনকে ম্যানেজের বিষয়ে জানতে চাইলে চরফ্যাসন উপজেলা মৎস্য অফিসার পলাশ হালদার জানান, আমার জানা মতে ঝাটকা ইলিশের ব্যাপারে কারো সাথে কোন কথা হয়নি। তিনি জানান, আমাদের অভিযান চলছে। আগামী জানুয়ারীর ১তারিখ থেকে অভিযান আরো জোরালো করা হবে।