মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে যৌতুকের দাবিতে স্বামী কর্তৃক স্ত্রীর উপর অমানুবিক নির্যাতন
বোরহানউদ্দিনে যৌতুকের দাবিতে স্বামী কর্তৃক স্ত্রীর উপর অমানুবিক নির্যাতন
লালমোহন বিডিনিউজ ,বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডে স্বামী কর্তৃক যৌতুকের দাবিতে স্ত্রীর উপর অমানুবিক নির্যাতন। ২৬-১২-২০১৬ ইং সোমবার সকাল ১১ ঘটিকার সময় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। তথ্য সুত্রে জানা যায় পন্ডিত বাড়ির বশির ওরফে বলুর ছেলে আকবার হোসেন ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে তার স্ত্রী রুমা বেগমকে পিটিয়ে রক্তাক্ত যখম করে। এ সময় রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোক তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে। আহত রুমা বেগম জানান, তিন বছর আগে আমাদের বিয়ে হয়েছিল, এক বছর সুখে সংসার করার পর একটি পুত্র সন্তান জন্ম নেয়। তার পর থেকে আমার স্বামী আকবার হোসেন যৌতুকের দাবিতে আমার উপর বিভিন্ন অমানুসিক নির্যাতন শুরু করলে নগদ দুই লক্ষ টাকা যৌতুক দিলে পুনোরায় ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে আমার উপর বিভিন্ন অমানুবিক নির্যাতন চালিয়ে এক পর্যায়ে হত্যার চেষ্টা চালায়। এ ব্যাপারে অভিযুক্ত আকবর হোসেন জানান, পারিবারিক সুত্রের জের ধরে মারধর করেছি। এ ঘটনায় আহত রুমার মা জাহানারা বেগম বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন।