মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের কর্মশালা সম্পন্ন
ভোলায় ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের কর্মশালা সম্পন্ন
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি: তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে ভোলায় ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে শিশুশ্রম ইসুতে সংবাদ পরিবেশনের কলা কৌশল উপস্থাপন বিষয়ক ৩ দিনের কর্মশালা সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে ভোলা সার্কিট হাউজের হলরুমে প্রশিক্ষণ শেষে জাতীয় গণমাধ্যক ইনসস্টিটিউট এর পরিচালক (প্রগ্রাম) মো.নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সহকারী পরিচালক মাসুদ মনোয়ার, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান,প্রবীন সাংবাদিক আবু তাহের। শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার ২৫ জন সংবাদকর্মী অংশ নিয়েছেন। উল্লেখ্য, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. জাহাঙ্গীর হোসেন গত বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।