সোমবার, ১১ মে ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » কালবৈশাখী ঝড়ের কবলে বিধ্বস্ত মনপুরার মালবাহী কার্গোবোট, কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি
কালবৈশাখী ঝড়ের কবলে বিধ্বস্ত মনপুরার মালবাহী কার্গোবোট, কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি
সীমান্ত হেলাল, মনপুরা :কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে গিয়ে বিধ্বস্ত হয়েছে মনপুরার প্রানকৃষ্ণ বাবুর মালবাহী কার্গোবোট। ১১ মে সোমবার বেলা ১১ টায় তজুমদ্দিন উপজেলার চৌমহনী বাজার সংলগ্ন মেঘনায় এই ঘটনা ঘটে। এতে মালটানা কার্গোবোটে থাকা প্রায় কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
ঘটনা সূত্রে জানা যায়, মনপুরা উপজেলার প্রানকৃষ্ণ বাবুর কার্গোবোট এফ.ভি মিয়া জমির শাহ্ বরিশাল থেকে মালামাল বোঝাই করে মনপুরার উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে তজুমদ্দিন উপজেলার চৌমহনী বাজার সংলগ্ন মেঘনায় আসলে কার্গোবোটটি কালবৈশাখী ঝড়ের কবলে পরে ডুবে যায়। এসময় লঞ্চে মনপুরার হাজীর হাট বাজার, রামনেওয়াজ বাজার, ফকির হাট বাজারসহ কয়েকটি বাজারের ব্যবসায়ীদের সিমেন্ট, বই, চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন প্রকারের মুদি মালামাল ছিল। লঞ্চটি ডুবে গিয়ে পুরোপুরি বিধ্বস্ত হলে মালামাল নদীর ¯্রােতে ভেসে যায়। আর কিছু মালামাল ডুবে গিয়ে নষ্ট হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। তবে তজুমদ্দিন থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় কার্গোবোট ও বোটে থাকা সকলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এব্যাপারে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, কালবৈশাখী ঘূর্নীঝড়ে কার্গোবোটটি কাত হয়ে ডুবে যায়। কার্গোবোটে থাকা মালামাল নদীর ¯্রােতে ভেসে গেছে। স্থানীয়দের সহায়তায় কার্গোবোটটি উদ্ধার করা হয়েছে।